করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গে বাড়ানো হল বিধিনিষেধের মেয়াদ। আগামী ১ জুলাই পর্যন্ত বহাল থাকবে কার্যত লকডাউন। ১৬ জুন থেকে করোনা বিধিনিষেধে বেশ কিছু ছাড় দিলেও ছাড় মিলছে না সিনেমা হলে। সিনেমা হল আপাতত বন্ধই থাকবে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নবান্নে একথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী৷ করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে এলেও এখনই বিধিনিষেধ পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে না। তবে কিছুক্ষেত্রে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে।বিশেষজ্ঞদের মতে, সিনেমা হল বন্ধ থাকায় বড়সড় ধাক্কা বিনোদুনিয়ায়। প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে হলভর্তি দর্শক নিয়ে সিনেমা হল চালানোর অনুমতি মিলেছিল ঠিকই, তবে করোনার জেরে তেমনভাবে দর্শকরা হলমুখী হচ্ছিলেন না। পাশাপাশি কোনও বিগ বাজেট বলিউড ছবি বা চর্চিত টলিউড মুক্তি পায়নি এই দীর্ঘ সময়ে। পরিস্থিতি আরেকটু ভালোর দিকে এগোনোর অপেক্ষায় ছিলেন সকলেই! ইতিমধ্যেই মাস খানেক আগে সাময়িকভাবে সিনেমা হলের ঝাঁপ বন্ধ রাখবার সিন্ধান্ত নেয় প্রিয়া, মেনকা, নবীনার মতো কলকাতার সিঙ্গল স্ক্রিন থিয়েটারের মালিকরা। তবে খোলা ছিল মাল্টিপ্লেক্স। তবে সরকারি নির্দেশে কার্যত লকডাউনে বন্ধ সেগুলিও।