ইদে রং মিলিয়ে পোশাক পরবেন ‘পরী’র স্বামী শরিফুল রাজ ও ৮ মাসের ছোট্ট রাজ্য। সদ্য় কলকাতায় এসেছিলেন, এখান থেকেও অনেককিছু কিনে নিয়ে ঢাকায় ফিরেছেন পরীমনি। রাজ্য আত্মীয়স্বজনদের থেকেও প্রচুর উপহার পেয়েছে। 'পরী', ‘আসলে ও আমার প্রথম সন্তান তো, তাই আদরও অনেক বেশি।’
ছেলে রাজ্য ও স্বামী রাজের সঙ্গে পরীমনি
ইদের আনন্দে মেতেছেন এপার এবং ওপার বাংলার মানুষ। ইদের আনন্দে মেতেছে দুই বাংলার তারকারাও। আর এবার বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির ইদ কাটছে তাঁর প্রথম সন্তান শাহিম মহম্মদ রাজ্যকে ঘিরে। মা হওয়ার পর ছেলেই এখন পরীমনির দুনিয়া। আর 'পরী' ছেলে রাজ্যের এটা প্রথম ইদ।
তা রাজ্য়ের প্রথম ইদ কীভাবে কাটানোর পরিকল্পনা করেছেন পরীমনি?
বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে পরীমনি জানিয়েছেন, তিনি ও তাঁর স্বামী রাজ মিলে রাজ্যের প্রথম ইদ স্মরণীয় করে তুলতে চান। তাঁর তাঁদের অনেক পরিকল্পনা রয়েছে। ইদে রং মিলিয়ে পোশাক পরবেন ‘পরী’র স্বামী শরিফুল রাজ ও ৮ মাসের ছোট্ট রাজ্য। পরীমনি জানিয়েছেন তাঁর সমস্ত কেনাকাটা হয়ে গিয়েছে। সদ্য় কলকাতায় এসেছিলেন, এখান থেকেও অনেককিছু কিনে নিয়ে ঢাকায় ফিরেছেন পরীমনি। রাজ্য আত্মীয়স্বজনদের থেকেও প্রচুর উপহার পেয়েছে। 'পরী', ‘আসলে ও আমার প্রথম সন্তান তো, তাই আদরও অনেক বেশি।’ অভিনেত্রী জানিয়েছেন, তিনি নিজে পছন্দ করে ছেলে ইদ স্পেশাল জুতো জামা কিনেছেন।