প্রত্যেক বছরের মতো এবারও শুরু থেকেই জমজমাট বাংলা সারেগামাপা-২০২৪। ইতিমধ্যেই সেমি ফাইনাল এপিসোডের সম্প্রচার হয়ে গিয়েছে। এবার গ্র্যান্ড ফিনালে পর্বের পালা। অধীর আগ্রহে সেই পর্বের জন্য অপেক্ষা করছেন দর্শক। তবে ফিনালে নিয়ে দর্শক থেকে প্রতিযোগী, এমনকী বিচারকদের মধ্যেও রয়েছে চাপা উত্তেজনা। আর থাকাটাই তো স্বাভাবিক, তাই নয় কি?
এদিকে ইতিমধ্যেই বাংলা সারেগামাপা-২০২৫-এর ফিনালের শ্যুটিং হয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে। আর সেই শ্যুটিংয়ে প্রতিযোগীদের পাশাপাশি বেজায় টেনশনে ছিলেন শোয়ের বিচারকরাও। আর তাই শ্যুটিংয়ের ফাঁকে সেই টেনশন কাটাতে সেটেই বিশেষ খেলায় মাততে দেখা গেল বিচারকদের। সঙ্গে ছিলেন সারেগামাপা-র পরিচালক অভিজিৎ সেনও। কিন্তু কী সেই খেলা?
বিচারক জাভেদ আলি বললেন, ‘আমরাও খুব টেনশনে, সেটা থেকে মুক্তি পেতে খেলাটা জরুরী। আর তাই আমরা এখানে গেম খেলছি। এখানে আমরা একটা বোতলে নিশানা লাগাচ্ছি। যাতে আমরাও কিছু শান্ত থাকতে পারি, রিফ্রেস হতে পারি।’ একথা বলেই বলটি রাঘব চট্টোপাধ্যায়ের হাতে তুলে দিলেন জাভেদ। বললেন, ‘রাঘব দা আভি জবরদস্ত মারনে ওয়ালে হ্যায় দেখো…।’ খেলায় সঠিক নিশানা লাগালেন জাভেদ আলি। খেলায় অংশ নিতে দেখা গেল শান্তনু মৈত্র ও পরিচালক অভিজিৎ সেনকেও।
আরও পড়ুন-‘হরহর গঙ্গে’, মহাকুম্ভে পুণ্যস্নান কাঞ্চন-শ্রীময়ীর, কিন্ত কৃষভি কোথায়?

প্রসঙ্গত, সারেগামাপা গ্র্যান্ড ফিনালের জন্য মোট ১০ জন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছে। যদিও প্রথমে ঠিক হয়েছিল ৬জন ফাইনালে উঠবে। বড়দের মধ্যে থেকে ৩জন আর ছোটদের মধ্যে থেকে ৩জন। যদিও পরে, সেটা বিচরকরা আলোচনা করে ১০ জনকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন।
আর তাই ফাইনালে খুদেদের মধ্যে মুখোমুখি হবে অতনু, ঐশি, সৃজিতা, অনীক। আর বড়দের মধ্যে রয়েছে ময়ূরী, দেয়াশিনী, সত্যজিৎ, আরাত্রিকা, সাঁই ও আরিয়ান। দুই বয়সের গ্রুপ থেকে দুজন বিজেতাকে বেছে নেওয়া হবে।
কী পুরস্করা পাবে বিজেতা প্রতিযোগীরা? জানা যাচ্ছে, তাঁদের হাতে তুলে দেওয়া হবে নগদ অর্থ, সোনার গয়না-সহ সারেগামাপা ২০২৪-এর ট্রফি। এদিকে জানা যাচ্ছে, এবার সারেগামাপা ফাইনালের অন্যতম চমক আদনান সামি। এবার পিয়ানো বাজিয়ে গান গাইবেন তিনি। গলা মেলাবেন প্রতিযোগীদের সঙ্গেও। আবার তাঁর গলায় শোনা যাবে ‘তেরা চেহেরা’, ‘লিফ্ট করা দে’-র মতো গান।