শনিবার মুম্বইয়ে প্রয়াত অভিনেতা অরুণ বালির শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের পাশে ঘনিষ্ঠজনের এবং ইন্ডাস্ট্রির বন্ধু এবং সহকর্মীরা উপস্থিত ছিলেন অরুণ বালির শেষকৃত্যে। ৭৯ বছর বয়সে মারা যান তিনি। ৭ অক্টোবর শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চলতি বছরের জানুয়ারি মাসেই জানা গিয়েছিল বিরল রোগে আক্রান্ত অরুণ বালি। নিউরোমাসকুলার ডিজিজ Myasthenia Gravis-এ ভুগছেন তিনি। ভর্তি করা হয়েছিল মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালেও। অবশেষে জীবনযুদ্ধে হেরে গেলেন তিনি। আরও পড়ুন: ওয়াটার পার্কে শাহরুখের সঙ্গে গৌরী, সুহানা! পাশের দু'জন কে? ভাইরাল পুরনো এই ছবি
শেষকৃত্যের জন্য অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হয় আন্ধেরি শ্মশানে। পরিবার শেষকৃত্য সম্পন্ন করেছে। রাজা মুরাদ, জিতেন্দ্র ত্রেহান, সুধীর পান্ডে, বীরেন্দ্র সাক্সেনা এবং পঙ্কজ ধীরের মতো বেশ কিছু টেলিভিশন ব্যক্তিত্ব প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।