অরিজিৎ সিং-এর কনসার্ট বলে কথা। শনিবার সকাল থেকেই তাই গোটা নিউটাউন চত্ত্বর ঘিরে ছিল ব্যস্ততা, ব্যস্ত ছিলেন অরিজিতের অনুরাগীরাও। ঠিক সময়ে কনসার্টে পৌঁছতেই হবে। শুধুমাত্র অরিজিৎ সিং-এর গান শুনতেই বহুমূ্ল্যের টিকিট কাটতেও পিছপা হননি অনেকে। ওয়াটার পার্ক অ্যাকোয়াটিকায় আয়োজিত কনসার্টে গান গাইলেন অরিজিৎ। গেরুয়া পাগড়ি পরেই তিনি যখন গান গাইলেন, তখন বিতর্কের কোথায় কী! অরিজিতের সুরেই , তাঁর গলার মাদকতায় ভেসে গেলেন শ্রোতা, দর্শকরা। অরিজিতের সেই শ্রোতাবন্ধুদের মধ্যে ছিলেন বিশেষ একজন, আর ইনি আর কেউ নন, গায়ক রূপম ইসলাম।
দর্শকাসনে রূপমের উপস্থিতির কথা জানতে পেরেই 'রূপম ইসলাম ইজ হিয়ার…' বলে চেঁচিয়ে উঠেছেন অরিজিৎ। গেয়েছেন রূপমের জনপ্রিয় 'আরো একবার চলো ফিরে যাই/পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই…' গানটি। অরিজতের গান শুনে তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করেন রূপম। তবে এখানেই শেষ নয়। এরপর আসর আরও জমে উঠেছিল।মঞ্চে দাঁড়িয়ে গিটার বাজিয়েছেন অরিজিৎ, আর দর্শকাসনে দাঁড়িয়ে মাইক হাতে গেয়েছেন রূপম। অরিজিতের সুর ধরে তাঁর গলায় শোনা গেল, ‘তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি/সেই ভুলে যাওয়া তোমাকেই/সেই তোমাকেই, তোমাকেই/সেই তোমাকেই.. ’। এই গানটিও সকলের চেনা, রূপম ইসলামের জনপ্রিয় সেই 'একলা ঘর' গান এটি। অরিজিৎ-রূপমের সেই যুগলবন্দী ভিডিয়ো উঠে এসেছে অনুরাগীদের ফেসবুকের পাতায়। অনুরাগীদের ফেসবুকে উঠে এসেছে অরিজিতের অনুষ্ঠানে আরও নানান মুহূর্ত…। এদিন ‘গেরুয়া বিতর্ক’-এর জবাব থেকে রূপম ইসলামকে ‘আমার রকস্টার’ বলে ওঠা, অরিজিতের বিনয়ী স্বভাব ফের প্রশংসিত সর্বত্র।