বাংলা নিউজ > বায়োস্কোপ > Arijit Singh-Holi 2024: ‘রঙ লাগাও তবে..', কড়া নির্দেশ অরিজিতের; জিয়াগঞ্জের কচিকাঁচাদের সঙ্গে দোল খেললেন গায়ক
পরবর্তী খবর
রঙের উৎসবে ভাসছে গোটা দেশ। পিছিয়ে নেই তারকারা। কিন্তু ‘মাটির মানুষ’ অরিজিৎ সিং কেমনভাবে কাটালেন দোল? এই মূহূর্তে প্রশ্নাতীতভাবে দেশের এক নম্বর প্লেব্যাক সিঙ্গার তিনি। হোলি পার্টি অসম্পূর্ণ অরিজিতের হিট সং ছাড়া। তবে বলিউডের ঝাঁ চকচকে পার্টি থেকে শতহস্ত দূরে তিনি। অরিজিৎ সিং-এর কাছে হোলি নয়, দোলই আপন। জিয়াগঞ্জে নিজের প্রিয়জনেদের সঙ্গেই রঙে ভাসলেন তারকা। আরও পড়ুন-খুদে অরিজিৎ সিং! শিলিগুড়ির শুভর গানে মুগ্ধ করণ, প্রীতমের অনুরোধে গাইলেন কেশরিয়া