দ্বিতীয়বার বিয়ে করলেন আরবাজ খান। তিনি এবার গাঁটছড়া বাঁধলেন বলিউডের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে। বোন অর্পিতা খানের বাড়িতে বসেছিল বিবাহ বাসর। আরবাজ এবং সুরার দ্বিতীয় বিয়েতে এসেছিলেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধু, আত্নীয়রা আর ছিলেন পরিবারের লোকজন। বাবার দ্বিতীয় বিয়েতে বিশেষ পারফরমেন্স করলেন আরহান খান।
আরবাজ এবং সুরার বিয়েতে আরহানের পারফরমেন্স
বাবা আরবাজ খানের বিয়েতে বিশেষ পারফরমেন্স করে দেখালেন আরহান খান। তাঁকে এদিন অল ব্ল্যাক লুকে দেখা যায়। কালো কোট এবং প্যান্ট পরেছিলেন তিনি। এই সাজেই তাঁকে বাবার বিয়ের বিকেলে গিটার বাজাতে দেখা যায়।
ছেলের এই পারফরমেন্স মুগ্ধ চোখ দেখেন আরবাজ খান। তিনি ঠায় দাঁড়িয়ে থেকে সবটা ক্যামেরাবন্দি করেন। ঘুরে ঘুরে বানান ছেলের ভিডিয়ো। এদিন আরবাজ খান একটি ফ্লোরাল প্রিন্টের স্যুট এবং প্যান্ট পরেছিলেন।
আরও পড়ুন: সুশান্ত সিং রাজপুতের বায়োপিক নিয়ে আসছেন সন্দীপ সিং? বললেন, 'অনেকেই টাকা ঢালতে চাইছেন...'
আরও পড়ুন: রণবীরের বাহুডোরে আলিয়া, ক্রিসমাসের আমেজে মজে বলিউড, কী করলেন অর্জুন-অনন্যা-সিদ্ধার্থরা?