
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
২০২৪ সালের নভেম্বরের প্রতিযোগিতা নিয়ে জালিয়াতির অভিযোগ এনেছিলেন, আর্জেন্টাইন মডেল মাগালি বেনেজাম। আর যার ফলে তাঁর শিরোপা প্রত্যাহারের ঘোষণা করল মিস ইউনিভার্স অর্গানাইজেশন।
এক বিবৃতিতে বলা হয়, ‘মিস মাগালি বেনেজামের সাম্প্রতিক মন্তব্য পর্যালোচনার পর এবং আমাদের মূল নীতির ভিত্তিতে আমরা মিস বেনেজামের কাছ থেকে অবিলম্বে মিস ইউনিভার্স আর্জেন্টিনার খেতাব প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’
আরও পড়ুন: ছোট পর্দায় ফিরছেন অর্জুন চক্রবর্তী! কোন ধারাবাহিকে সব্যসাচী-পুত্র, নায়িকা কে?
সংস্থা আরও জানিয়েছে যে, এই সিদ্ধান্তটি ‘সংস্থার অখণ্ডতা রক্ষা এবং ব্যক্তিগত এবং পেশাদার আচরণের সর্বোচ্চ মান বজায় রাখার’-র মতো নানা দিক বিবেচনা করেই নেওয়া হয়েছে।
দ্য ল্যাটিন টাইমস জানিয়েছে যে, ২০২৪ সালের নভেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় শীর্ষ ১২-তে থাকা আর্জেন্টাইন মডেল এক সাক্ষাৎকারে কনটেন্ট নির্মাতা কিং লুচোর কাছে, বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।
কনটেন্ট নির্মাতা কিং লুচোকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুষ্ঠানটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। গত বছরের মে মাসে মিস ইউনিভার্স আর্জেন্টিনা ২০২৪ খেতাব জিতেছিলেন বেনেজাম।
আরও পড়ুন: মুম্বইয়ের পাঁচতারা হোটেলে রহস্যময়ীর সঙ্গে চাহাল! ধনশ্রীর পোস্ট, ‘সত্য মাথা উঁচু করে…’, কে এই মেয়ে
৩০ বছর বয়সী এই মডেল বাছাই প্রক্রিয়ার বিরোধিতা করেন এবং সহ-প্রতিযোগীদের আচরণের সমালোচনা করেন। বেনেজাম আরও অভিযোগ করেছিলেন যে,
কয়েকজন প্রতিযোগীর সুবিধা করার জন্য প্রতিযোগিতার ফলাফলগুলিতে হস্তক্ষেপ করা হয়ে থাকতে পারে। তিনি আরও দাবি করেন যে, বিচারকরা পর্যন্ত ফলাফলে দৃশ্যমানভাবে বিরক্ত হয়েছিলেন এবং একে অপরের দিকে তাকিয়ে ছিলেন।
মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতার বিজয়ী ছিলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থেইলভিগ। এই জয়টি মিস ইউনিভার্স প্রতিযোগিতার ইতিহাসে ডেনমার্কের প্রথম জয় চিহ্নিত করে।
আরও পড়ুন: Devian-দের উৎপাত, শিবপ্রসাদ-পত্নীর ‘অর্ধনগ্ন-বিকৃত’ ছবি ছড়ানো নিয়ে এখনও ‘চুপ’ দেব, কী বলছেন জিনিয়া?
বেনেজামের অভিযোগ, প্রতিযোগিতার শেষ দিনগুলোতে বিজয়ীর জন্য অন্তত ত্রিস্তরীয় নিরাপত্তা ছিল, যা দেখে অনেকেই ধরে নিয়েছিল তিনিই জয়ী হতে চলেছেন। আর্জেন্টাইন মডেল আরও দাবি করেছিলেন যে, তিনি জানতেন না যে লোকেরা অনুমান করছে যে, ১০ দিন আগেই কে বিজয়ী হবে তা নির্ধারণ করা হয়ে গিয়েছিল।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports