মানসী সিনহা পরিচালিত '৫ নং স্বপ্নময় লেন'-এর আবেশে ভাসছেন দর্শকরা। আর এই '৫ নং স্বপ্নময় লেন'-এর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলেন অপরাজিতা আঢ্য। তাঁর অভিনয়ের গুণে তিনি আরও একবার সকলের মনজয় করে নিয়েছেন। আর এর মাঝেই তিনি দিলেন বড় আপডেট। এবার তিনি 'দুর্গা' -এর বেশে সবাইকে চমক দেবেন।
প্রতিটা মেয়ের মধ্যেই থাকেন দেবী দুর্গা, আর সেই নারী শক্তি গল্পই সম্ভবত উঠে আসবে এই গল্পে। যদিও ছবি বিষয় বা গল্পের বিষয়ে সেভাবে কিছুই প্রকাশ্যে আসেনি। তবে অভিনেত্রী ছবির শেষ দিনের শ্যুটিংয়ের ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করে তাঁর অনুরাগীদের সঙ্গে আসন্ন ছবির কথা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন: ক্রিসমাসে আগেই বড় চমক সৃজিতের! প্রকাশ্যে এল ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর মুক্তির দিনক্ষণ
ছবির কলাকুশলীদের সঙ্গে একটি ছবি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'আজ, আমরা সন্দীপ সাথী পরিচালিত 'দুর্গা' সিনেমার শ্যুটিং শেষ করেছি। একটা দুর্দান্ত অনুভূতির নিয়ে শ্যুটিং শেষ করেছি। কিছু আশ্চর্যজনক অভিজ্ঞতা হয়েছে, এই কাজের মধ্যে দিয়ে। তবে সন্দীপের সঙ্গে কাজ করে আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগলো যে প্রথম পরিচালনায় কেউ কী করে এত নিখুঁত হতে পারে? আমি আগে যে এরকম কখনও দেখিনি। সন্দীপ ভবিষ্যতে আমাদের অনেক দুর্দান্ত কাজ উপহার দিতে চলেছেন। এই ছবিতে কাজ করার সুযোগ পেয়ে আমি গভীরভাবে কৃতজ্ঞ।'
প্রসঙ্গত, কিছুদিন আগেই গোয়ায় ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকে শর্টসে ধরা দিয়ে রীতিমতো সকলকে চমকে দিয়েছিলেন অপরাজিতা আঢ্য। দীর্ঘদিন ধরে তিনি টলিউডে একের পর এক ভালো চরিত্র উপহার দিয়ে চলেছেন। বয়সও নেহাত কম হয়নি, বর্তমানে তিনি ৪৬। কিন্তু তাকে দেখে তা বোঝা উপায় ছিল না।
আরও পড়ুন: অনন্ত-রাধিকা থেকে সোনাক্ষী-জাহির ২০২৪-এ বিয়ের পিঁড়িতে বসলেন কোন কোন তারকা? রইল তালিকা
অপরাজিতা গোয়া ভ্রমণের কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘গোয়া আমার এমনিই প্রিয়, বারবার ছুটে যাই তার সৈকতে । কিন্তু এইবারের গোয়া ভ্রমণ আমার অন্তর ভরিয়ে দিল, কিংবা জীবনের সঙ্গে জড়িয়ে গেল বললেও ভুল হয় না। অবিরাম তটে এসে ভেঙে পড়েছে নীল সাগরের ঢেউ, ঢেউ ভাঙা দেখি আর মনে হয়, এত ভাঙন চারিদিকে, কোনো ভেঙে যাওয়াই তো সুন্দর নয়; তবে সমুদ্র কি করে পারল ভাঙনে এত সৌন্দর্য্য মিশিয়ে দিতে?’