বাংলা নিউজ > বায়োস্কোপ > Aparajita Adhya: অভিনেত্রী কিংবা নৃত্যশিল্পী নয়, মৃৎশিল্পী হয়ে ধরা দিলেন, মাটি দিয়ে ঠাকুর গড়লেন অপরাজিতা
পরবর্তী খবর
তিনি শিল্পী মানুষ, শিল্পই তাঁর অন্যতম ধ্যান-জ্ঞান। অভিনেত্রী-নৃত্যশিল্পী অপরাজিতা আঢ্যকে তো সবাই চেনেন। তবে মৃৎ-শিল্পী অপরাজিতাকে চেনেন নাকি? হ্য়াঁ, অভিনেত্রীর এই গুনটা সম্পর্কে জানা ছিল না তো? এবার মৃৎ শিল্পী হিসাবে নিজেই নিজের পরিচয় করালেন অপরাজিতা।
মাটি দিয়ে গণেশ মূর্তি গড়তে দেখা গেল অপরাজিতা আঢ্যকে। মাটি ছাড়াও মূর্তি গড়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জামও ব্যবহার করতে দেখা গেল অভিনেত্রীকে। আর তাতেই বোঝা যায়, তিনি মাঝে মধ্যেই এধরনের মূর্তি গড়ার কাজ করতে অভ্যস্ত। বালতির উপর মাটি রেখে ধীরে ধীরে দিব্যি গড়ে তুলেলেন গণেশ মূর্তি। ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করে অপরাজিতা লিখেছেন, ‘শিল্পের মাথা সবসময় তাড়া করে কিছু না কিছু করতেই হবে বলে সে যাই হোক। আজকের পড়া ছিলো ঠাকুর বানানো।’ অপরাজিতা আঢ্যর এই শিল্পী সত্ত্বায় মুগ্ধ নেটপাড়ার বাসিন্দারা।