ভালোবাসা হয়ত সব প্রতিবন্ধকতাকেই জয় করে নিতে পারে। আর তারই আরও একবার প্রমাণ মিলেছে অভিনেত্রী অপরাজিতা আঢ্যের দাদার বিয়ের অনুষ্ঠানে। বহু বাধা পার করে সম্প্রতি পঞ্চাশোর্ধ্ব দাদার বিয়ে দিয়েছেন অভিনেত্রী। পাত্রী তাঁর দিদিমা ও মায়ের পছন্দ করে যাওয়া এবং দাদারও পছন্দের 'রানিদিদি'। যিনি কিনা মানসিক ও শারীরিকভাবে বেশকিছু সমস্যা রয়েছে জেনেও তাঁর দাদাকে ভালোবেসে আগলে রেখেছিলেন বহুদিন। আজ সেই 'রানিদিদি' ও দাদার সম্মতিতে অবশেষে বহুদিনের প্রতীক্ষিত সেই বিয়েটা হয়েছে।
অভিনেত্রী পরাজিতা আঢ্যের মা আজ আর বেঁচে নেই। তবে তাঁদের হাওড়ায় পুরনো সেই বাড়িতে, অভিনেত্রীর মায়ের ইচ্ছেমত, তাঁরই ঘরে আয়োজন করা হয় অপরাজিতার দাদা ও রানিদিদির বিয়ের। সেই খুশির অনুষ্ঠানের নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে দ্বিধা করেননি অভিনেত্রী। তবে অপরাজিতার দাদার সেই বিয়ের অনুষ্ঠানের এক টুকরো মুহূর্ত উঠে এল অন্য এক ব্যক্তির সোশ্যাল মিডিয়ার পাতায়। যেখানে দাদা-বউদির মালাবদলের মুহূর্তে হাসিখুশি ধরা পড়েছেন অপরাজিতা আঢ্য। নাচতে দেখা যাচ্ছে তাঁকে। দেখা যাচ্ছে, মালাবদলের সময় মহিলারা ছড়া কাটছেন, সেখানে 'হাঁটুর নিচে দুলছে খুকুর গোছা ভরা চুল' (পরিচিত ছড়ার লাইন) বলতে বলতে নাচতে দেখা যাচ্ছে অপরাজিতাকে।
আরও পড়ুন-দেবযানীকে নাম না করে আক্রমণ! ধর্মাচরণ ও মানসিক অসুস্থতা নিয়ে কী লিখলেন ঋষি কৌশিক?