অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন। সেখানেই তাঁদের বড়দিনের দিন মেলবোর্ন শহর ঘুরে দেখতে দেখা গেল। সাধারণ মানুষের মতোই কোনও দেহরক্ষী বা কিছু ছাড়াই শহরের ইতিউতি পায়ে হেঁটেই ঘুরলেন। ক্রিসমাসের ব্রেকফাস্ট সারলেন কোথায়?
অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির বড়দিন
মেলবোর্নের বক্সিং ডে টেস্ট ম্যাচের আগে অনুষ্কা শর্মা এবং বিরাটকে মেলবোর্নে একান্তে সময় কাটাতে দেখা গেল। বুধবার তাঁরা দুজন মিলে শহর ঘুরতে বেরিয়ে পরেছিলেন। এদিন তাঁরা মেলবোর্ন ক্যাফেতে গিয়ে ক্রিসমাস স্পেশ্যাল ব্রেকফাস্ট সারেন। তাঁদের বড়দিন উদযাপনের ছবি এবং ভিডিয়ো বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত অনুষ্কা শর্মাকে মাঝে মধ্যেই তাঁর বেটার হাফ, ক্রিকেটার স্বামীর সঙ্গে ট্যুরে যোগ দিতে দেখা যায়। বর্তমানেও তিনি বিরাটের সঙ্গে অস্ট্রেলিয়ায় রয়েছেন ক্রিকেট তারকাকে বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজে তাঁকে উৎসাহ দেওয়ার জন্য।
এদিন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে অভিনেত্রীকে কালো টিশার্ট এবং খয়েরি প্যান্ট পরে থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে বিরাট পরেছিলেন কালো টিশার্ট এবং জিন্স। মেলবোর্ন শহরটা ঘুরে এদিন তাঁরা দুজন মিলে একটি স্থানীয় ক্যাফেতে গিয়েছিলেন ব্রেকফাস্ট সারতে। সেই ক্যাফের তরফে এদিন বিরাট কোহলিকে ধন্যবাদ জানানো হয় তাঁদের ওখানে খাবার খাওয়ার জন্য। শেফ বিরাটের সঙ্গে ছবি তোলেন। সেই ছবি তাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরাটের প্রতি কৃতজ্ঞতা জানান।
মেলবোর্নের সেই ক্যাফের তরফে এদিন লেখা হয়, 'এদিন যখন আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে ছুটির দিন ক্যাফে খোলা রাখব কী রাখব না সেটা নিয়ে তখন আমরা জানতাম নাকি যে এমন কিছু হতে চলেছে! কিং কোহলি এবং অনুষ্কা শর্মা তাঁদের পরিবার নিয়ে আমাদের এই ছোট্ট ক্যাফেতে খেতে এসেছিলেন। বিরাট স্যার আমাদের রান্নাঘরে এসেছিলেন। আমাদের শেফদের ধন্যবাদ জানান। ছবিও তোলেন।'
আরও পড়ুন: যুবরাজের বায়োপিকে মুখ্য ভূমিকায় সিদ্ধান্ত? জল্পনা উসকে কী লিখলেন অভিনেতা?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, একদিকে বিরাট কোহলি যখন অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে ব্যস্ত তখন অনুষ্কা শর্মাকে আগামীতে চাকদা এক্সপ্রেস ছবিটিতে দেখা যাবে। তাঁকে শেষবার জিরো ছবিতে দেখেছেন দর্শকরা।