নিউজিল্যান্ডকে হারিয়ে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর খেতাব ঘরে তুলল ভারত। ৯মার্চ, রবিবার দুবাই-এর মাটিতে দেশের এই জয় আসতেই চারিদিকে শুরু হয়ে যায় সেলিব্রেশন। এনিয়ে পরপর দু'বছর ২টি ICC ট্রফি জিতল টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বেই ২০২৪ টি-২০ বিশ্বকাপের খেতাব জিতে নিল ভারত। যদিও টানা ৩বছরে ৩টি আইসিসি ট্রফি জেতার সুযোগ ছিল ভারতীয় দলের সামনে। তবে ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যান রোহিতরা।
তবে সে যাই হোক, আপাতত জয়ের আনন্দে মশগুল গোটা দেশ। জেতার পর মাঠেই ক্রিকেটার স্বামী বিরাট কোহলির সঙ্গে সেলিব্রেশনে মেতে ওঠেন অনুষ্কা শর্মাও। তারই নানান মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এদিন শুরু থেকে শেষ পর্যন্ত মাঠেই উপস্থিত ছিলেন অনুষ্কা। পরেছিলেন ডেনিম শর্টস আর শার্ট। চোখে মুখে টেনশন নিয়ে খেলা দেখতে দেখা গিয়েছিল তাঁকে। দেশের জয় আসতেই মাঠে নেমে আসেন বিরাট পত্নী। জাপটে জড়িয়ে ধরেন স্বামীকে। আবার, মাঠে নামার পর স্ত্রীর হাতে জলের বোতল তুলে দিতেও দেখা যায় বিরাটকে। কখনও আবার স্ত্রীর কাঁধে হাত রেখে জয়ের মুহূর্তটি সেলিব্রেট করেন তারকা ক্রিকেটার। আবার কখনও বিরাটের চুল ঠিক করে দিতে দেখা যায় তাঁর যত্নবান স্ত্রীকে।
সেই সব মুহূর্তই উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যে মুহূর্তগুলির সঙ্গে নানান ক্যাপশানও জুড়ে দিয়েছেন অনুরাগীরা। কখনও লেখা হয়, 'মোমেন্টস অফ দ্যা ডে'। কেউ অনুষ্কার উদ্দেশ্যে লেখেন, ‘একজন সাপোর্টিং নারীর উপযুক্ত উদাহরণ’।
আরও পড়ুন-'এত কাছ থেকে…', প্রিয় তারকাকে সামনে পেতেই ফুঁপিয়ে ফুঁকিয়ে কান্না অনুরাগীর, কী করলেন দেব?