বংশিকা কৌশিক লিখেছেন, ‘পাপা এবং আমি প্রায়ই প্রাতঃরাশ এবং মধ্যাহ্নভোজনের জন্য ম্যারিয়টে আসতাম। আমার প্রিয় অনুপম আঙ্কলের সঙ্গে এখন সেউ রুটিনেরই পুনরাবৃত্তি হচ্ছে। তাই আমরা একসঙ্গে রিল না বানিয়ে যাই কোথায়! বানাতে পারি না। একমাত্র অনুপম খেরের জন্য বুলেট রইল।’
অনুপম খের ও সতীশ কৌশিক কন্যা বংশিকা কৌশিক
গত ৮ মার্চ ছোট্ট বংশিকাকে রেখে তারাদের দেশে চলে গিয়েছিলেন সতীশ কৌশিক। তবে কাছের বন্ধু সতীশের ১০ বছরের মেয়ে বংশিকাকে অনুপম খের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তাঁকে তাঁর বাবার মতোই যত্ন করবেন, বাবার মতোই তাঁর সঙ্গে সময় কাটাবেন, ভালোবাসবেন। প্রায়াত বন্ধু কন্যাকে দেওয়া সেই প্রতিশ্রুতিই এখন পালন করছেন অভিনেতা অনুপম খের।
সম্প্রতি অনুপম খেরের সঙ্গে মুম্বইয়ের এক নামী রেস্তোরাঁতে নৈশভোজ সারতে গিয়েছিলেন বছর ১০-এর বংশিকা। সেখানে গিয়েই একটি রিল ভিডিয়ো বানিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বংশিকা কৌশিক। লিখেছেন, ‘পাপা এবং আমি প্রায়ই প্রাতঃরাশ এবং মধ্যাহ্নভোজনের জন্য ম্যারিয়টে আসতাম। আমার প্রিয় অনুপম আঙ্কলের সঙ্গে এখন সেউ রুটিনেরই পুনরাবৃত্তি হচ্ছে। তাই আমরা একসঙ্গে রিল না বানিয়ে যাই কোথায়! বানাতে পারি না। একমাত্র অনুপম খেরের জন্য বুলেট রইল।’