1 মিনিটে পড়ুন Updated: 24 Dec 2023, 10:02 AM ISTSubhasmita Kanji
Ankush Hazra: ডাঙ্কি এবং সালারের মাঝে খাবি খাচ্ছে বাংলা সিনেমা দুটো। ডাঙ্কির দাপটে কমেছে শোয়ের সংখ্যা। এরই মাঝে বিশেষ একটি পোস্ট করলেন অঙ্কুশ হাজরা।
দর্শকদের কী করা উচিত কী নয় 'পাঠ' পড়াতে গিয়ে ট্রোল্ড অঙ্কুশ
অঙ্কুশ হাজরা বিগত কয়েকদিন ধরেই নানা বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। নিজের মনের ভাব, মতামত স্পষ্ট ভাবে দর্শকদের সামনে তুলে ধরছেন। তার জন্য কখনও ট্রোল্ড হচ্ছেন কখনও আবার বাহবা কুড়াচ্ছেন। এবার তিনি কথা বললেন দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির ফারাক নিয়ে।
কিছুদিন আগে বাংলার দুটো ছবি প্রধান এবং কাবুলিওয়ালার সঙ্গে প্রায় একই দিনে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ডাঙ্কি এবং প্রভাসের সালার। ডাঙ্কির দাপটে বাংলায় বেশ অনেকটাই কম শো পেয়েছে দুই বাংলা ছবি। অন্যদিকে কিছুদিন আগে মুক্তি পাওয়া অঙ্কুশের কুরবান একেবারেই চলেনি এখানে। তবে একাধিক হিন্দি বা দক্ষিণের ছবি কিন্তু বাংলায় রমরমিয়ে ব্যবসা করে। এবার সেই প্রসঙ্গ টেনে অভিনেতা জানালেন বাংলা এবং দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে বিস্তর ফারাক।
অঙ্কুশ তাঁর পোস্টে এদিন জানান এখানকার তারকাদের লড়াই করতে হয় অন্যান্য ভাষার ছবির সঙ্গে, নিজেদের জায়গা গড়ে তোলার জন্য। অন্যদিকে দক্ষিণে এটা দর্শকরা, ভক্তরা করে থাকে। তিনি এদিন লেখেন, 'বাংলা এবং দক্ষিণের ইন্ডাস্ট্রির মধ্যে ফারাক হল বাংলা ইন্ডাস্ট্রিতে তারকারা এবং চলচ্চিত্র নির্মাতারা অন্য ভাষার ছবির সঙ্গে লড়াই করে নিজেদের জায়গা এবং সম্মান অর্জন করেন। অন্যদিকে দক্ষিণের ইন্ডাস্ট্রিতে এই একই কাজ ভালোবেসে ভক্তরা করে দেন।'