বাংলা নিউজ > বায়োস্কোপ > Bigg Boss 17: অঙ্কিতার সঙ্গে বিয়ে হোক চাননি ভিকির মা! বললেন, 'ও সুশান্তের নাম করে খালি সহানুভূতি পাওয়ার জন্য'
পরবর্তী খবর
Bigg Boss 17: অঙ্কিতার সঙ্গে বিয়ে হোক চাননি ভিকির মা! বললেন, 'ও সুশান্তের নাম করে খালি সহানুভূতি পাওয়ার জন্য'
1 মিনিটে পড়ুন Updated: 10 Jan 2024, 03:45 PM ISTSubhasmita Kanji
Bigg Boss 17: অঙ্কিতা লোখান্ডে স্রেফ সিম্প্যাথি পাওয়ার জন্য সুশান্ত সিং রাজপুতের নাম করেন বিগ বসে! সম্প্রতি এমনটাই দাবি করলেন তাঁর শাশুড়ি। জানালেন তাঁরা মোটেই রাজি ছিলেন না অভিনেত্রীর সঙ্গে ছেলের বিয়ে দিতে।
অঙ্কিতার সঙ্গে বিয়ে হোক চাননি ভিকির মা!
একদিকে বিগ বসে ছেলে আর ছেলের বউয়ের মধ্যে ধুন্ধুমার, আরেকদিকে বিগ বস হাউজের বাইরে বসে একটার পর একটা বোমা ফাটিয়ে চলেছেন অঙ্কিতা লোখান্ডের শাশুড়ি মা। বিগ বস হাউজে এখন লাগাতার অঙ্কিতা লোখান্ডে এবং তাঁর বর ভিকি জৈনের অশান্তি হয়েই চলেছে। এবার তার মধ্যে ভিকির মা জানালেন অঙ্কিতা নাকি স্রেফ সম্প্যাথি পাওয়ার জন্য প্রাক্তন প্রেমিক তথা প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নাম করেন।
সিম্প্যাথির জন্য বিগ বসে সুশান্তের নাম করেন অঙ্কিতা!
এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভিকির মা জানান, 'সিম্প্যাথির জন্য বারবার সুশান্ত সিং রাজপুতের নাম করে। বেচারা কী জানে, সে তো মরেই গেছে। ও যখন ছিল তখন ভালো ভালো কাজ করে সবার ভালোবাসা নিয়ে গেছে।'
তিনি এদিন আরও জানান যে তাঁর পরিবার ভীষণই কষ্ট পেয়েছে যখন ওঁরা অঙ্কিতাকে ভিকিকে লাথি মারতে দেখেছেন। ভিকির মা এই প্রসঙ্গে জানান, 'আমরা ভারতে থাকি, এখানে স্বামীকে ঈশ্বর বলে মনে করা হয়। আর সেখানে ওর বর তো সত্যি দেবতুল্য!'
ছেলের সঙ্গে অঙ্কিতার বিয়ে দিতে চাননি ভিকির মা
কেবল এটুকুই নয়, জুমকে দেওয়া আরও একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে তাঁরা নাকি কখনই অঙ্কিতার সঙ্গে ভিকির বিয়ে হোক এটা চাননি। তাঁর কথায়, 'আমরা এই বিয়ে সাপোর্ট করিনি কখনই। ছেলে রাজি ছিল তাই আমরা আর কিছু বলিনি। ও এখনও সম্পর্কটা টিকিয়ে রাখতে চায়। আমরা সবই দেখছি, কিন্তু কিছুই বলছি না। ও এখান থেকে ফিরে এসে আশা করি বিয়েটা বাঁচিয়ে নেবে। ও পারবে ঠিকই।'
কিছুদিন আগেই বিগ বস হাউজে মান্নারা চোপড়া এবং ভিকির ঘনিষ্ঠতা দেখে ফুঁসে ওঠেন অঙ্কিতা। জানান তাঁর এই বিয়ে করা উচিৎ হয়নি। এটা ভুল সিদ্ধান্ত বলেও দাবি করেন তিনি।