
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
প্রায় ৬ বছর সম্পর্কে ছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখণ্ডে। জি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’ দিয়ে দু'জনেরই হাতেখড়ি অভিনয়ে। ‘নাচ বালিয়ে’র সেটে অঙ্কিতাকে প্রেমের প্রস্তাবও দিয়েছিলেন সুশান্ত। এরপর রুপোলি পরদায় কাজ শুরু করেন সুশান্ত। বাড়তে থাকে দূরত্ব। একসময় ভেঙে যায় সম্পর্ক। সে সময় জানা গিয়েছিল কৃতি শ্যাননের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই নাকি প্রেম ভেঙেছে।
সে যাই হোক! এসব এখন অতীত। ২০২০-র জুনে সমস্ত দেশবাসীকে অবাক করে দিয়ে চলে গিয়েছেন সুশান্ত। নিজের ফ্ল্যাট থেকেই জুন মাসের এক রবিবারের সকালে উদ্ধার হয় দেহ। অভিনেতার মৃত্যুর কারণ নিয়ে এখনও তদন্ত চলছে। তবে, সে সময় সব তিক্ততা ভুলে এগিয়ে এসেছিলেন অঙ্কিতা। দেখা করেছিলেন সুশান্তের পরিবারের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে অভিনেতাকে নিয়ে করেছিলেন স্মৃতিচারণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অঙ্কিতা জানান, সুশান্তই তাঁর প্রিয় কোস্টার।
বলিউড বাবেলকে দেওয়া এক সাক্ষাৎকারে অঙ্কিতা জানান, ‘সুশান্ত আমার সবচেয়ে প্রিয় সহ-অভিনেতা। ওর সঙ্গেই সবচেয়ে দীর্ঘ্য সময় কাজ করেছি।’
বর্তমানে ভিকি জৈনের সঙ্গে সম্পর্কে আছেন অভিনেত্রী। নায়িকার ভাঙা মনকে যিনি শুধু জুড়েছেন তা নয়, ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন ভিকি জৈন। সম্পর্কে থাকাকালীন সবথেকে অপছন্দের বিষয় কী জানতে চাওয়া হলে অঙ্কিতা জানান, ‘মিথ্যে। তোমার যা মনে হয়, আমাকে পছন্দ হোক বা না হোক আমাকে বলো। কাছের মানুষরা মিথ্যে বললে আঘাত পাই। আমি আমার সমস্ত সম্পর্ক নিয়ে খুব পজেসিভ। আর আমি একজন স্যাজেটেরিয়ান। তাই মিথ্যে খুঁজে বের করতে আমার এক সেকেন্ডও লাগে না।’
৳7,777 IPL 2025 Sports Bonus