বাংলা নিউজ > বায়োস্কোপ > Jagadhatri: জগদ্ধাত্রী পুজোয় ছবির প্রচারে! ফের ট্রোল অনির্বাণ, নেটপাড়া বলছে 'মাও স্তম্ভিত',উৎসবে সামিল অঙ্কুশ-ঐন্দ্রিলা
পরবর্তী খবর
দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা, একে একে শারদীয়া সব উৎসবই শেষ। আর এই মুহূর্তে জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতে উঠেছেন বাঙালিরা। গত ৫দিন ধরেই হৈমন্তিকার আরাধনায় মেতে রয়েছেন রাজ্যবাসী। যদিও মূল পুজো হয় অষ্টমী ও নবমীর দিন। বিশেষকরে প্রত্যেকবছর চন্দনগরে এই পুজো উৎসবের রূপ নেয়। সম্প্রতি চন্দননগরেরই এক পুজোকে ছবির প্রচারের জন্য বেছে নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিল ‘তালমার রোমিও জুলিয়েট’ টিম।
চন্দননগরে ছবির প্রচার চলাকালীন পুজো মণ্ডপে লেন্সবন্দি হলেন অনির্বাণ ভট্টাচার্য, দেবদত্ত রাহা ও হিয়া রায়। পুজো মণ্ডপে গিয়ে দেবী প্রতিমা দেখে মুগ্ধ হলেন অনির্বাণ। সেই মুহূর্তটি উঠে এসেছে টলিউড অনলাইনের ক্যামেরায়।
আরও পড়ুন-পরমব্রতর পরিচালনায় 'ভোগ' নিয়ে আসছেন অনির্বাণ, রয়েছে আরও অনেক চমক