Anindita Raychaudhury: বাকি আর কটা দিন, মাতৃত্বের ছুটিতে গিয়েই বিশেষ উপলব্ধি অনিন্দিতার, লিখলেন… Updated: 23 Feb 2025, 12:12 PM IST Subhasmita Kanji Anindita Raychaudhury: সন্তান আসতে চলেছে শীঘ্রই। কিছু মাস আগেই সংসারের নতুন সদস্যের আসার খবর দিয়েছিলেন অনিন্দিতা রায়চৌধুরী এবং সুদীপ সরকার। সন্তান আসতে আর হাতে গোনা কয়েকটি দিনই বাকি। তার আগে মানসিক শান্তি নিয়ে বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী।