অনন্যাকে গৌরীকে ধন্যবাদ জানিয়ে ক্যাপশানে লিখেছেন, ‘আমার কেনা প্রথম বাড়ি... আমার স্বপ্নের বাড়ি (হার্ট ইমোজি)... ধন্যবাদ গৌরিখান... আমি ঠিক কেমন চাই, এটা আপনার থেকে ভালো আর কে বুঝবে! এটা আমার জন্য খুবই স্পেশাল... তুমিই সেরা, তোমাকে ভালোবাসি!!!’
অনন্যার বাড়ি সাজালেন গৌরী
ধনতেরাসে লোকে সোনা কেনে, গয়না কেনেন, তবে গত ধনতেরাস-এ গোটা একটা বাড়িই কিনে ফেলেছেন অনন্যা পান্ডে। সম্প্রতি মুম্বইতে নিজের নতুন কেনা ফ্ল্যাটের ছবি ও ভিডিয়ো পোস্ট করেছিলেন অনন্যা। আর এবার অনন্যার সেই বাড়ি সাজিয়ে দিলেন খোদ শাহরুখ পত্নী গৌরী।
অনন্যা, গৌরী খানের সঙ্গে নিজের ফ্ল্যাটের বসবার ঘরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে অনন্যার বসবার ঘরটি ধূসর ও অফ হোয়াইট রঙের থিমের। নজর কাড়ছে দেওয়ালের ডিজাইন। তার ঠিক সামনে রাখা সোফায় বসে রয়েছেন অনন্যা ও গৌরী। শাহরুখ পত্নীকে একটা হলুদ রঙের ব্লেজারে আর অনন্যাকে ল্যাভেন্ডার রঙের ব্লেজারে দেখা যাচ্ছে।
অনন্যাকে গৌরীকে ধন্যবাদ জানিয়ে ক্যাপশানে লিখেছেন, ‘আমার কেনা প্রথম বাড়ি... আমার স্বপ্নের বাড়ি (হার্ট ইমোজি)... ধন্যবাদ গৌরিখান... আমি ঠিক কেমন চাই, এটা আপনার থেকে ভালো আর কে বুঝবে! এটা আমার জন্য খুবই স্পেশাল... তুমিই সেরা, তোমাকে ভালোবাসি!!!’ প্রসঙ্গত, অনন্যা সুহানা খানের ভীষণ কাছের বন্ধুদের মধ্যে একজন।