চলছে IPL ২০২৫। চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স (MI) এর একটি ম্যাচ দেখতে গিয়েছিলেন আনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। স্টেডিয়ামে তাঁদের উপস্থিতি ধরা পড়েছে বেশ কিছু ছবি ও ভিডিয়োতে। তার মধ্যে অনন্ত-রাধিকা একটি বিশেষ মুহূর্ত দর্শকদের মনে গেঁথে গেছে। সেখানে তাঁদের স্টেডিয়ামে বসে মধুর ও রোম্যান্টিক এক মুহূর্ত দেখা গিয়েছে।
কী আছে সেই ভিডিয়োতে?
ইন্সটাগ্রাম ফ্যান পেজে উঠে আসা সেই ভিডিওটি শেয়ার করে ক্য়াপশানে লিখেছে, ‘আনন্ত-রাধিকার ম্যাচের মাঝে রোমান্টিক মুহূর্ত।’ ক্লিপে রাধিকাকে MI জার্সি ও জিন্স পরে দেখা যাচ্ছে। অন্যদিকে আনন্ত আম্বানিকেও নীল রঙের পোশাক পরে থাকতে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে তাঁরা দুজনে একে অপরের সঙ্গে হাসি-ঠাট্টা করছেন ও কথা বলছেন।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটিতে নানা ধরনের কমেন্ট করেছেন অনন্ত-রাধিকা। অনেকেই এই জুটিকে ভালোবাসা জানিয়েছেন। আবার কেউ কেউ তাঁদের ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছেন। অনেকে আবার শুধুই হার্ট ইমোজি ব্যবহার করে প্রতিক্রিয়া জানিয়েছেন।
আরও পড়ুন-কপালে তিলক, পরনে ধুতি, স্ত্রী কোয়েলকে পাশে নিয়ে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে অরিজিৎ সিং