টিকটকে নানা রকম ভিডিয়ো করে জনপ্রিয় হওয়ার সাধ। আর সেই সাধ পূরণ করতে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়ল ১১ বছরের তরতাজা প্রাণ। সানজিদা আক্তার।টিকটক করতে বরাবরই ভালোবাসতো সানজিদা। আর সেখানেই একটি ভিডিয়ো শ্যুট করতে গিয়ে সব শেষ! বাংলাদেশের নোয়াখালীর চাটখিল উপজেলায় সানজিদার বাড়ি। তার বাবা মঞ্জুরুল ইসলাম পেশায় স্কুল শিক্ষক। সেই স্কুলেই পড়াশোনা করত ১১ বছরের সানজিদা। জানা যায়, বৃহস্পতিবার বিকেল চারটের দিকে মৃত্যু হয় তার।কী ভাবে ঘটে এই দুর্ঘটনা?বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, টিকটকে আত্মহত্যা করার অভিনয় করতে গিয়ে মৃত্যু হয় সানিজদার। আলমারির মাথায় উঠে সিলিংয়ে ঝোলানো ওড়না গলায় জড়িয়ে নেয় সে। অসতর্কতাবশত আলমারি থেকে পা ফস্কে যায় তার। ফলে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে যায়।বিষয়টি টের তড়িঘড়ি তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু শেষরক্ষা হয় না। সানজিদাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, সম্ভবত অসাবধানতাবশতই গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে কিশোরীর। মরদেহ উদ্ধার করে শুক্রবার তা পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।