বচ্চন পরিবার নিয়ে আলোচনার শেষ নেই। অভিষেক বচ্চন ও ঐশ্বর্যর দম্পত্য সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া অব্যাহত রয়েছে। ডিভোর্সের চর্চা, পরকীয়ার অভিযোগে জেরবার অভিষেক। গত এক বছর ধরেই বচ্চন পরিবারে ভাঙনের খবর উঠে এসেছে সংবাদ শিরোনামে। এর পিছনে দায়ী করা হয়েছে জয়া ও শ্বেতাকে। শাশুড়ি-ননদের সঙ্গে বনিবনা না হওয়াতেই নাকি ‘জলসা’ ছেড়েছেন রাই সুন্দরী। এর মাঝেই পরিবারকে নিয়ে মুখ খুললেন অমিতাভ। আরও পড়ুন-‘চুপ…’, ছেলে-বউমার ডিভোর্স নিয়ে প্রশ্নে জেরবার অমিতভ! মেজাজ হারালেন বচ্চন
অমিতাভ বচ্চনকে এই মুহূর্তে দেখা যাচ্ছে কৌন বনেগা ক্রোড়পতি-তে। সোনি টিভির গেম শো সঞ্চালনা নিয়ে ব্যস্ত বর্ষীয়ান অভিনেতা। কেবিসির মঞ্চে প্রায়ই মনের ঝাঁপি খোলেন শাহেনশা। ৮৩ বছর বয়সেও তরুণ তুর্কি বিগ বি। সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড অ্যাক্টিভ তিনি। নিত্য-নতুন গ্যাজেটের প্রতিও তাঁর টান রয়েছে। কিন্তু টেকনোলজির গেড়োয় মাঝেমধ্যেই আটকে যান অমিতাভ। মুখে তিনি যতই বলুন না কেন, ‘বুডঢা হোগা তেরা বাপ…’। ছেলে অভিষেক এবং তিন নাতি-নাতনি তাঁকে হামেশাই মনে করায়, তাঁর বয়স বাড়ছে।
খানিক আক্ষেপের সুরে অমিতাভ বলেন, টেকনোলজি সংক্রান্ত ব্য়াপারে তাঁর ছেলে অভিষেক এবং অগস্ত্য,নভ্যা, আরাধ্য তিন নাতি-নাতনি খুব পটু। অমিতাভের কথায়, ‘আমি ওদের মাঝেমধ্যেই জিগ্গেস করি। ওদের সাহায্য চাই। বলি, তোমারা এগুলো করতে পারো, আমার দ্বারা কেন হচ্ছে না? আমার ছেলে আর নাতি-নাতনিরা বলে, আমার বয়স হচ্ছে। আমার ঘরে বসা উচিত।’ অমিতাভ আরও বলেন, বেশিরভাগ সময় গভীর রাতেই টেক-সংক্রান্ত সমস্যা মাথাচাড়া দেয়। তাই মধ্যরাতেই ছেলে কিংবা নাতি-নাতনিদের বিরক্ত করেন তিনি।
সম্প্রতি এক্স হ্যান্ডেলে অমিতাভ লেখেন, ‘চুপ’। সঙ্গে রাগী মুখের ইমোজি জুড়ে দিয়েছিলেন। ভক্তরা বচ্চনের এই পোস্ট অনুধাবনের চেষ্টা করেন। কেন হঠাৎ রেগে গেলেন শাহেনশা? এমন প্রশ্ন উপচে পড়ে পোস্টে। তারপর অমিতাভ আরও একটি পোস্ট করেন। তাতে হিন্দিতে লেখা- ‘চুপ চাপ, চিড়ি কা বাপ’। এই হিন্দি প্রবাদের অর্থ হল- ‘আপনি কথা বলার জন্য খুব নগণ্য’। যা দেখে ভক্তরা আরও বিভ্রান্ত হয়ে পড়ে। ফেসবুক, এক্স এবং ইনস্টাগ্রাম ছাড়াও ভক্তদের সঙ্গে নিজেকে জুড়ে রাখার আরও একটি মাধ্যম রয়েছে অমিতাভের।
২০০৮ সাল থেকে প্রতিদিন নিয়মিত ব্লগ লেখেন বিগ বি। সেখানে তুলে ধরেন নিজের রোজনামচা, থেকে পুরোনো দিনের স্মৃতি। শেষবার রজনীকান্ত, ফাহাদ ফাসিল ও রানা দাগ্গুবতির সঙ্গে ভেট্টাইয়াঁ ছবিতে দেখা গিয়েছিল অমিতাভকে। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি।