মৃত্যুর পর আবারও বড় পর্দায় নতুন ছবিতে ফিরছেন উত্তম কুমার। হ্যাঁ, একেবারেই তাই। আর সেটা সম্ভব করলেন সৃজিত মুখোপাধ্যায়। তাঁর আগামী ছবি অতি উত্তমে দীর্ঘ ৪২ বছর পর কোনও নতুন ছবিতে দেখা যাবে উত্তম কুমারকে। সঙ্গে থাকবে অনিন্দ্য সেনগুপ্ত এবং রোশনি ভট্টাচার্য। সেই ছবির ট্রেলার সদ্যই মুক্তি পেয়েছে। সেটার প্রশংসা করলেন খোদ অমিতাভ বচ্চন।
অতি উত্তমের তারিফ অমিতাভের
১ মার্চ সন্ধ্যায় প্রকাশ্যে আসে অতি উত্তম ছবির ট্রেলার। সেটা দেখে এদিন প্রশংসা করেন অমিতাভ বচ্চন। এমনকি শেয়ার করেন। ছবির ট্রেলারও। মৃত্যুর পর কোনও অভিনেতাকে এভাবে পর্দায় ফেরানো এই প্রথম। আর সেটারই প্রশংসা করলেন তিনি। বিগ বি অতি উত্তমকে নিয়ে লিখলেন, 'পুরনো ফুটেজ থেকে কেটে এই প্রথমবার কোনও ছবির একটি মুখ্য চরিত্র নির্মিত হল। শীঘ্রই আসছে সেই ছবি। উত্তম কুমারকে একটি শ্রদ্ধার্ঘ্য। অতি উত্তম।'
আরও পড়ুন: 'রাজনীতি ফুল টাইম কাজ, অভিনয়ের সঙ্গে ওটা হয় না', নাম না করেই দেব-মিমি-নুসরতদের 'ঠুকলেন' শোলাঙ্কি?
আরও পড়ুন: 'ছাল ছাড়ানো মুরগি', সুস্মিতাকে দেখেই ‘বাংলার উরফি’র তকমা! কী এমন করলেন জিতের নায়িকা?
কী লিখলেন সৃজিত?
অমিতাভের সেই পোস্টের স্ক্রিনশট এদিন আবার সৃজিত মুখোপাধ্যায় শেয়ার করেন। সেই ছবি পোস্ট করে তিনি লেখেন, 'ধন্যবাদ স্যার। আমাদের কাছে এটা অনেক বড় পাওয়া।'
অতি উত্তমের ট্রেলার
কৃষ্ণেন্দুর জীবনে ধ্যানজ্ঞান বলতে দুটো জিনিস, এক উত্তম কুমার। দুই সোহিনী। সে উত্তম কুমার বলতে পাগল। শুধু তাই নয়। যেদিকেই সে তাকায় সেদিকেই দেখতে পায় মহানায়ককে। এমনকি স্বয়ং উত্তম কুমার নাকি তাঁকে অনেক বিষয়ে সাহায্যও করেন। এই যেমন সোহিনীকে সে প্রোপজ করেছে। কিন্তু সোহিনী প্রথমেই তাঁকে জানিয়ে দেয় 'তুমি আউট অব লিগ।' এমন অবস্থায় কৃষ্ণেন্দুর সহায় হন উত্তম কুমার। তারপর? কোনদিকে এগোয় তাঁদের গল্প সেই নিয়েই অতি উত্তমের গল্প।
আরও পড়ুন: ২৭ বছরে ৫৩-এর কাঞ্চনকে বিয়ে করে কটাক্ষের শিকার শ্রীময়ী, ট্রোলারদের 'বুদ্ধি' দিয়ে বললেন, 'নিজেদের সম্পর্কে নজর দিন'
আরও পড়ুন: এবার মহানায়কের তালিমে প্রেমে পড়বেন অনিন্দ্য - রোশনি! প্রকাশ্যে অতি উত্তমের ট্রেলার
অতি উত্তমের গল্প
আগামী ২২ মার্চ মুক্তি পাবে অতি উত্তম। সৃজিত মুখোপাধ্যায় এই ছবিটির পরিচালনা করেছেন। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য এবং গৌরব চট্টোপাধ্যায়কে। অন্যান্য ভূমিকায় দেখা যাবে লাবণী সরকার, শুভাশিস মুখোপাধ্যায়, প্রমুখ। ক্যামেলিয়া প্রোডাকশনের প্রযোজনায় আসছে এই ছবি। এবং চেরি অন দ্য টপ হয়ে থাকবেন উত্তম কুমার।