বাংলা নিউজ > বায়োস্কোপ > Bachchan Family-Holika Dahan: শাশুড়ি-ননদের সঙ্গে বনিবনা নেই! হোলিকা দহনে পাশাপাশি ঐশ্বর্য-জয়া, ঝামেলা মিটল?
পরবর্তী খবর
বচ্চন পরিবারে নাকি নিত্য অশান্তি! শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা নন্দার সঙ্গে নাকি মোটেই পটছে না ঐশ্বর্যর। এর জেরেই নাকি টালমাটাল ঐশ্বর্য-অভিষেকের দাম্পত্য, মাস কয়েক ধরেই এমন গুঞ্জন মাথাচাড়া দিয়েছে বলিউডে। গত বছর বচ্চনদের দীপাবলি পুজোয় অংশ নেননি ‘বহুরানি’। সদ্য অনুষ্ঠিত শ্বেতা নন্দার ৫০তম জন্মদিনের পার্টিতেও দর্শন দেননি অভিষেক-ঐশ্বর্য। তবে রঙের উৎসবের আগে কাছাকাছি বচ্চন পরিবার। আরও পড়ুন-'সারাজীবন একসঙ্গে থাকলেও…', বচ্চনদের অশান্তির চর্চা, আচমকা কী উপলব্ধি নভ্যার