
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
হাল আমলে জনপ্রিয়তা বেড়েছে স্ট্যান্ড আপ কমেডি বা কমেডিয়ানদের। বিগত কয়েক বছরেই বেড়েছে স্ট্যান্ড আপ কমেডি শোয়ের সংখ্যাও। তার আগে কমেডি বলতে কপিল শর্মা বা মীরাক্কেলের মতো শো ছিল। কিন্তু সম্প্রতি রণবীর আল্লাহবাড়িয়া সময় রায়নার ইন্ডিয়াস গট লেটেন্টে শোতে এসে বাবা মায়ের সঙ্গম নিয়ে যে বিতর্ক উসকে দিয়েছেন তারপর আচমকাই ভাইরাল হয়েছে কপিল শর্মা শোয়ের একটি পুরনো ভিডিয়ো যেখানে তিনিও খানিক এমন কথাই বলেছিলেন।
সম্প্রতি কপিল শর্মা শোয়ের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেটা ২০২৩ সালের। ইতিমধ্যেই সেই ভিডিয়োটি ইউটিউবে ৩ মিলিয়নের বেশি ভিউজ পেয়ে গিয়েছে। কী বলেছেন সেখানেই কপিল শর্মা? তিনি বলেছেন, ভারতে দুটো জিনিস দারুণ জনপ্রিয় তার মধ্যে একটা হল ক্রিকেট। সেই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'পরীক্ষায় সময় ভোরে উঠে পড়তে বসে না। এদিকে ভোর ৪ টে নাগাদ ক্রিকেট ম্যাচ থাকলে ঠিক পড়ে। কেউ কেউ তো এত খেলা পাগল হয় যে রাত ২ টো নাগাদ উঠে যায় ক্রিকেট দেখার জন্য। এদিকে ম্যাচ শুরু হবে ৪ টে নাগাদ। তখন উঠে বাবা মায়ের কাবাডি দেখে আবার শুয়ে পড়ে।' এখানে তিনিও যে বাবা মায়ের সঙ্গমের কথা বলেছেন সেটা কারও বুঝতে অসুবিধা হয়নি। যদিও কপিল সাফাই দিয়ে সেই শোতে বলেছিলেন, 'মানে বাবা মা লড়াই করছে সেটা আর কী।'
আরও পড়ুন: 'লোকটাকে চিনি না', Beerbiceps-এর সঙ্গে ছবি দিয়ে কেন এমন লিখলেন বং গাই?
এই ভিডিয়ো ভাইরাল হতেই অনেকেরই মতে অতীতে এবার যে যা বলেছেন এই সংক্রান্ত সেগুলো ধীরে ধীরে ভাইরাল হবে। প্রকাশ্যে আসবে। এক ব্যক্তি লেখেন, 'এটা একটা ফ্যামিলি শো সেখান কেমন কেমন জোকস বলেন। ছি!' কেউ আবার লেখেন, 'দাঁড়াও না এক এক করে সব বাইরে আসবে।' তৃতীয় জন লেখেন, 'মজার নাম করে যত ভন্ডামী।' যদিও কারও মতে এটা খালি মজাই ছিল, কিন্তু সময় রায়নার শোতে যেটা হয়েছে সেটা নোংরামো।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports