চর্চায় টলি অভিনেতা ঋষি কৌশিক ও দেবযানী চক্রবর্তীর ১২ বছরের দম্পত্য। সম্প্রতি একটা ভিডিয়ো পোস্ট করে কাল্পনিক ছেলে-মেয়ের গল্প শোনান টেলি অভিনেতা ঋষি কৌশিক। আর তাতেই ঋষি-দেবযানীর বিয়ে ভাঙার ইঙ্গিত পান নেটিজেনরা। ভিডিয়োতে নাম না করে দেবযানীর বিরুদ্ধে একাধিক অভিযোগও করেন ঋষি। যার মধ্যে মদ্যপান, ধূমপান, পুরুষসঙ্গীর সঙ্গে ঘুরে বেড়ানোর অভিযোগও রয়েছে।
এসব নিয়ে যখন চর্চা চলছে, ঠিক তখনই মুখ খোলেন দেবযানী। জানান, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই মিথ্যে, উদ্দেশ্য প্রণোদিত। এমন অভিযোগ নিয়ে তিনি আইনি পরামর্শ নিচ্ছেন বলেও জানান। তবে স্ত্রী দেবযানী মুখ খোলার পর এক্কেবারেই চুপ ঋষি। তবে দাম্পত্য কলহ নিয়ে চর্চার মাঝেই কাজের জন্য় রাজস্থান গিয়েছিলেন ঋষি।এবার সেখান থেকে ফেরার পথে তিন মহিলার প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেতা। তবে এই তিন মহিলা কারা?
এরাঁ হলেন ইন্ডিগো এয়ার লাইন্সের তিন বিমান সেবিকা। রাজস্থান থেকে ফেরার পথে এই তিন বিমান সেবিকার কাছ থেকে কৃতাজ্ঞতা প্রকাশক ছোট্ট চিঠি পেয়েছেন ঋষি। তাতে লেখা ছিল, ‘আপনার মিষ্টি ব্যবহার মন ছুঁয়েছে আমাদের। আশা রাখি আপনার সঙ্গে আবার দেখা হবে।’ নিচে ওই তিন বিমান সেবিকার নান। পাল্টা ওই বিমান সেবিকাদের আতিথেয়তায় খুশি হয়ে পাল্টা তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন ঋষি কৌশিক। তিনি লেখেন, আপনাদের ব্যবহারে মুগ্ধ, ধন্যবাদ। সঙ্গে তিন সুন্দরী বিমান সেবিকার সঙ্গে ছবি ও তাঁদের থেকে পাওয়া চিপসের প্যাকেটের ছবিও পোস্ট করেছেন অভিনেতা।