গত এক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স জল্পনা তুঙ্গে। শাশুড়ি-ননদের সঙ্গে বনিবনা না হওয়ার জেরেই নাকি শ্বশুরবাড়ি ছেড়েছেন রাই সুন্দরী। প্রকাশ্যে বিয়ে ভাঙা নিয়ে একটা শব্দও উচ্চারণ করেননি দুজনে। তবে ঐশ্বর্যর সঙ্গে বচ্চন পরিবারের দূরত্ব এখন স্পষ্ট। প্যারিস ফ্যাশন উইক হোক বা আবু ধাবিতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (আইফা) উৎসব, সব জায়গাতেই মেয়েকে নিয়ে একা ঐশ্বর্য। পাশে নেই স্বামী। আরও পড়ুন-ঐশ্বর্যর সঙ্গে ডিভোর্স চর্চার মাঝেই নিজেকে বদলে ফেললেন অভিষেক! কেন এই সিদ্ধান্ত?
বচ্চন পরিবারের সঙ্গে দূরত্বের রটনার মাঝেই গত সপ্তাহ অমিতাভ বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ঐশ্বর্য। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় একফ্রেমে দেখা মিলল অভিষেক-ঐশ্বর্যর। যদিও এটি জুলাই মাসের ভিডিয়ো। অনন্ত আম্বানির বিয়ের ভিডিয়োতে দুজনের একটি হৃদয়গ্রাহী খোলামেলা মুহূর্ত ধরা পড়েছে।
মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের তিন মাসব্যাপী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বচ্চনরা। গুজরাটের জামনগরে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানের কিছু মুহূর্ত একটি তথ্যচিত্রে উঠে এসেছে। যার টিজারে ঐশ্বর্য ও অভিষেককে বেইজ রঙের পোশাকে সোফায় বসে থাকতে দেখা যায়। অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে নাচের পারফরম্যান্স মুগ্ধ হয়ে উপভোগ করছেন তারা। মেয়ে আরাধ্যা দুজনের মাঝখানে একদম মধ্যমণি বসে আছে এবং তার বাবা-মায়ের সাথে দুর্দান্ত সময় কাটাতে পেরে খুব খুশি বলে মনে হচ্ছে।
চর্চা বছর খানেক ধরে অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্যে যে চিড় ধরেছিল তা আরও বৃদ্ধি পায় এই বিয়ের অনুষ্ঠানেই। মূল বিয়ের অনুষ্ঠানে অমিতাভ, স্ত্রী জয়া বচ্চন, ছেলে অভিষেক বচ্চন, শ্বেতা বচ্চন, নাতি অগস্ত্য ও নাতনি নব্যা থেকে আলাদা এসেছিলেন ঐশ্বর্য ও আরাধ্যা।
পরে প্যারিস ফ্যাশন উইকে যান নীল নয়না সুন্দরী, সেখানেও আরাধ্যা ছাড়া পরিবারের কেউ তার সাথে যোগ দেননি। গত মাসে আইফা-তেও সেরা অভিনেত্রীর পুরস্কার নেওয়ার সময় একমাত্র মেয়েই পাশে ছিল প্রাক্তন বিশ্ব সুন্দরীর।
২০০৭ সালে গাঁটছড়া বেঁধেছিলেন অভিষেক-ঐশ্বর্য, এবং ২০১১ সালের নভেম্বরে আরাধ্যার জন্ম হয়। আগামী নভেম্বরেই ১৪-য় পা দেবে আরাধ্যা। বয়সে অভিষেকের চেয় দু-বছরের বড় ঐশ্বর্য। আগামী ১লা নভেম্বর ৫১ পূর্ণ করে ৫২-তে পা দেবেন রাই সুন্দরী। ১৯৭৩ সালের ১লা নভেম্বর জন্ম তাঁর। অন্যদিকে অভিষেকের জন্ম ১৯৭৬ সালের ফেব্রুয়ারিতে। বয়সে ঐশ্বর্যর চেয়ে ২ বছর ৩ মাসের ছোট অভিষেক।
কিন্তু অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন, এই দম্পতির রসায়ন সর্বদা মুগ্ধ করেছে। একসঙ্গে ঢাই অক্ষর প্রেম কে (২০০০), কুছ না কহো (২০০৩), উমরাও জান (২০০৬), গুরু (২০০৭), সরকার রাজ (২০০৮) এবং রাবণ (২০১০) এর মতো ছবিতে কাজ করেছেন তাঁরা। ধুম ২ (২০০৬)-তে জুটি হিসাবে না হলেও একসঙ্গে কাজ করেছিলেন দুজনে।
ঐশ্বরিয়াকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল মণি রত্নম পরিচালিত 'পোন্নিয়িন সেলভান ২' ছবিতে। তিনি এখনও তার পরবর্তী প্রকল্পের ঘোষণা করেননি। এদিকে অভিষেককে দেখা যাবে ওয়েব সিনেমা 'বি হ্যাপি'তে।