অনুরাগীদের ভালোবাসায় সব সময় ঘিরে থাকেন সলমন খান। আম্বানিরা নিজেদের রিলায়েন্স গ্রুপের কর্মীদের নিয়ে খুবই যত্নশীল। তাঁদের সেলিব্রেশনে সামিল হয়েছেন কোম্পানির কর্মীরাও। ৬ মার্চ কোম্পানির কর্মচারীদের জন্য বিশেষ মিউজিক নাইটের ব্যবস্থা করেছিলেন আম্বানিরা জামনগরে।
গত সপ্তাহে আম্বানিদের তিন দিনব্যাপী অনুষ্ঠানের নানা ছবি প্রকাশ্যে এসেছে। এরপরই সেলিব্রেশন পার্ট টু-এর পালা। এই বিশেষ উপলক্ষে ফের একবার জামনগর পৌঁছেছিলেন শাহরুখ খান, রণবীর সিং, সলমন খান, অরিজিৎ সিং, চর্চিত প্রেমিক শিখর পাহারিয়ার সঙ্গে জাহ্নবী কাপুর। রিলায়েন্স গোষ্ঠীর কর্মীদের জন্য এই বিশেষ আয়োজনে কোনও খামতি রাখেনি আম্বানি পরিবার। আরও পড়ুন: জামনগরে সেলিব্রেশন পার্ট টু, ফের হাজির শাহরুখ, সলমনরা! গুজরাটিও বললেন কিং খান
এ দিন অনুষ্ঠানে নীল স্যুট পরে ধরা দেন সলমন খান। ‘তেরি মেরি প্রেম কাহানি’ থেকে ‘তেরে মস্ত মস্ত দো ন্যান’, ‘জগ ঘুমেয়া’ থেকে ‘সুলতান’, ‘চাঁন্দ ছুপা বাদাল ম্যাঁয়’ থেকে ‘হাম দিল দে চুকে সনম’ সহ নিজের হিট সিনেমার আরও অনেক গানে নেচে ফাটিয়েছেন সলমন খান।