যদি মনে করেন তিন দিনেই আম্বানিদের প্রি-ওয়েডিং শেষ, তবে ভুল ভাবছেন। আম্বানিরা নিজেদের রিলায়েন্স গ্রুপের কর্মীদের নিয়ে খুবই যত্নশীল। তাঁদের সেলিব্রেশনে সামিল হয়েছেন কোম্পানির কর্মীরাও। ৬ মার্চ কোম্পানির কর্মচারীদের জন্য বিশেষ মিউজিক নাইটের ব্যবস্থা করেছিলেন আম্বানিরা জামনগরে।
এই বিশেষ উপলক্ষে ফের একবার জামনগর পৌঁছেছিলেন শাহরুখ খান, রণবীর সিং, সলমন খান, অরিজিৎ সিং, চর্চিত প্রেমিক শিখর পাহারিয়ার সঙ্গে জাহ্নবী কাপুর। অনুষ্ঠান থেকে বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বরাবরের মতো নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে মাত করেছেন শাহরুখ। এমনকী গুজরাটিতে কথাও বলেছেন তিনি। অভিনেতা বলেছেন, ‘কেমন আছো জামনগর? খাবার খেয়েছ কি? তোমাদের সবাইকে দেখতে খুব ভালো লাগছে, কিন্তু আমি যেহেতু শাহরুখ খান, তাই আমার মনে হয় মহিলাদের দেখতে আরও বেশি সুন্দর লাগছে’।
এরপরই ‘পাঠান’ আর ‘জওয়ান’-এর ডায়গল রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে নিয়ে আরও একবার শোনান শাহরুখ।
শাহরুখকে উষ্ণ আলিঙ্গন করে স্টেজে স্বাগত জানিয়েছেন মুকেশ আম্বানি। এরপরই নীতা আম্বানিও তাঁকে উষ্ণ আলিঙ্গন করেছেন। আম্বানি বাড়ির হবু বউমা রাধিকারও সেজেগুজে এ দিন স্টেজে দেখা মেলে। সলমন, অরিজিৎ, রণবীররা চমকে যাওয়া পারফর্ম করেছেন এ দিন।
সেজে উঠেছিল ভারতের গুজরাট রাজ্যের জামনগর। উপলক্ষ অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের প্রাক-বিয়ের অনুষ্ঠান। গত ১ থেকে ৩ মার্চের জমকালো এ আয়োজনে চোখ ছিল বিশ্বের নানা প্রান্তের মানুষের। ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিয়ে উপলক্ষে চোখধাঁধানো এ আয়োজনে চলচ্চিত্র ও ক্রীড়াজগতের তারকা, ধনী ব্যবসায়ী থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার প্রভাবশালী মানুষের ভিড় জমেছিল জামনগরে। বিল গেটস, ইভাঙ্কা ট্রাম্প, মার্ক জুকেরবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান, রিহানা—কে ছিলেন না জামনগরের এ আয়োজনে। নেচে-গেয়ে-উৎসবে-আতশবাজিতে মেতেছিলেন সবাই।
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর, করণ জোহর, দিশা পাটানির মতো তারকারাও এই অনুষ্ঠানে হাজির হয়েছেন। বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নাচ করেছেন শাহরুখ, সলমন ও আমির খান।
MensXP -এর তরফে একটি রিপোর্টে দাবি করা হয়েছে আম্বানিরা অনন্ত-রাধিকার বিয়ের প্রি-ওয়েডিং অনুষ্ঠানের জন্য প্রায় ১২০ মিলিয়ন ডলার বা ১০০০ কোটি টাকা খরচ করেছে। উল্লেখ্য বিষয় হল, এই খরচ মুকেশ আম্বানির মোট সম্পত্তির হিসেবে এই খরচের পরিমাণ প্রায় ০.১ শতাংশ। কারণ মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ১১৩ বিলিয়ন ডলার।