বহুদিন ধরে অসুস্থ থাকার পর গত মার্চ মাসে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে এসেছিলেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়। কিন্তু কয়েক দিন কাটতে না কাটতেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে ভর্তি করানো হয় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে।
হাসপাতালে ভর্তি হওয়ার পরেই একটি জটিল অপারেশন করেছিলেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছিলেন, পরিচালকের পামক্যাথে সংক্রমণ কমানোর জন্য অস্ত্রপচার করতে হয়েছিল। এছাড়া কিডনির সমস্যা থাকার দরুন পরিচালকের অসুস্থতায় চিন্তিত ছিলেন চিকিৎসকরাও।
আরও পড়ুন: ফের মহামারী আতঙ্কে গোটা দেশ! করোনায় আক্রান্ত শিল্পা শিরোদকর, কেমন আছেন তিনি?
আরও পড়ুন: বিমানে নয়, দিল্লি থেকে ট্রেনে কলকাতায় আসেন শাহরুখ, ভাইরাল ৩৫ বছরের পুরনো ছবি
তবে বর্তমান পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, রবিবার অর্থাৎ ১৮ মে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে এসেছেন পরিচালক। এখন অবস্থা স্থিতিশীল। তবে সোমবার ফের ডায়ালিসিসের জন্য হাসপাতালে আসতে হয়েছিল পরিচালককে। সোমবার মিলিয়ে এই সপ্তাহে তিনবার ডায়ালিসিস করতে হবে বলে জানিয়েছেন পরিচালকের কন্যা একতা ভট্টাচার্য।
বাবাকে বাড়িতে ফিরিয়ে আনার পর আনন্দবাজার ডট কমকে দেওয়া-সাক্ষাৎকারে বাবার স্থিতিশীল অবস্থার কথা জানান পরিচালকের মেয়ে একতা। তিনি বলেন, ‘বাবির শরীর এখন খুব দুর্বল। প্রেসার অনেকটাই কমে গিয়েছিল। তন্দ্রাভাব না কাটলেও এখন বাবি অনেকটাই সুস্থ।’
আরও পড়ুন: 'আমার বাকি ৯, বোনের ১০...',শ্যুটিংয়ে ফাঁকে মহাকাল দর্শনে স্বস্তিকা
আরও পড়ুন: হাঁটুর বয়সী নায়িকাকে চুমু কমল হাসানের, ‘ঠগ লাইফ’-এর ট্রেলার দেখে ক্ষুব্ধ দর্শকরা
একতা আরও জানান, ‘বয়সজনিত কারণে বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাবিকে। তবে মানসিক জোর আছে বলেই এখনও বাবা লড়াইটা চালিয়ে যেতে পারছেন। আশা রাখি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে বাবি।’
প্রসঙ্গত, একতা বাবার সঙ্গে না থাকলেও নিয়মিত ফোনের মাধ্যমে যোগাযোগ রাখেন বাবার সঙ্গে। মঙ্গলবার রাতে ভিডিও কলে কথা বলার সময় তিনি খেয়াল করেন, বাবার চোখের নিচের দিকটা ফুলেছে। পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে বাবাকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন একতা। নিজেও তড়িঘড়ি ফিরে আসেন কলকাতায়।