Cannes Film Festival 2023: ‘শার্ক ট্যাঙ্কের’ আমন গুপ্তা এবং কুমার শানুর গায়িকা কন্যা শ্যাননও এই বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে রেড কার্পেটে হেঁটেছেন। দেখুন ছবি-
কান ফিল্ম ফেস্টিভ্যালে রেড কার্পেটে আমন গুপ্তা এবং গায়িকা শ্যানন
কান ফিল্ম ফেস্টিভ্যালে বলিউড ব্রিগেড ছাড়াও বেশ কিছু খ্যাতনামা ভারতীয় ব্যক্তিত্বও অংশগ্রহণ করেছেন। ফিল্ম ফেস্টিভ্যাল থেকে মূল্যবান মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন তাঁরা। তাদের মধ্যে রয়েছেন ‘বোট’ এর সহ-প্রতিষ্ঠাতা শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া খ্যাত আমন গুপ্তা এবং গায়ক কুমার শানুম মেয়ে শ্যানন, যিনি নিজেও একজন গায়িকা।
স্ত্রী প্রিয়া ডাগরের সঙ্গে লাল গালিচায় হেঁটেছেন আমন। শ্যানন একটি গাউন এবং মুকুট পরে রাজকুমারীর বেশে ধরা দেন। সাদা গাউনের সঙ্গে হাতে নেটের গ্লাভস পরেছেন গায়িকা। সাধারণ মেকআপ করেছিলেন এবং ফটোগ্রাফারদের জন্য পোজ দেওয়ার সময় দুর্দান্ত দেখাচ্ছিল তাঁকে। গলায় সাপ-থিমযুক্ত নেকপিস পরেছিলেন। ‘ইন্ডিয়ানা জোন্স’ এবং ‘দ্য ডায়াল অফ ডেসটিনি’র স্ক্রিনিংয়ে অংশ নিয়েছিলেন শ্যানন। এই স্ক্রিনিংয়ে হাজির ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং উর্বশী রাউতেলাও।