
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রণবীর-আলিয়ার বিয়ে নাকি কোনও সাসপেন্স থ্রিলার? বলিউডের এই বহুচর্চিত বিয়ে নিয়ে গত কয়েক দিন ধরে তোলপাড় সংবাদমাধ্যম। ফ্যানেদের মধ্যেও উত্তেজনার পারদ তুঙ্গে। তবে শেষ মুহূর্তে কাহিনিতে টুইস্ট! আলিয়ার পরিবারের তরফে জানানো হয়েছিল ১৪ই এপ্রিল সাত পাকে বাঁধা পড়বেন ‘রালিয়া’। সংবাদমাধ্যমে একথা জানিয়েছিলেন স্বয়ং আলিয়ার কাকা রবিন ভাট।তবে এবার নায়িকার পরিবার জানাচ্ছে আপতত স্থগিত রণবীর-আলিয়ার বিয়ে!
আলিয়ার সৎ দাদা রাহুল ভাট মঙ্গলবার এক সাক্ষাত্কারে জানিয়েছেন, ১৪ই এপ্রিল কাপুর ও ভাট পরিবারে কোনও বিয়ের আসর বসছে না। সূত্রের খবর, প্রায় এক সপ্তাহ পিছিয়ে গিয়েছে ‘রালিয়া’র বিয়ে। আলিয়ার কাকা রবিন ভাট যেমনটা জানিয়েছিলেন, সেইমতো ১৩ই এপ্রিল থেকে প্রাক-বিয়ের অনুষ্ঠানও শুরু হবে না। চেম্বুরে রণবীরের পৈতৃিক ভিটেতেই বিয়ের অনুষ্ঠান হবে। সেইমতো সেজেও উঠেছে ভেন্যু। কিন্তু রাহুল ভাটের সাম্প্রতিক মন্তব্যের জেরে ফের ধোঁয়াশা তৈরি হল এই বিয়ে নিয়ে।
পেশায় ফিটনেস কোচ রাহুল আজ তক'কে জানান, ‘বিয়েটা হচ্ছে সেটা তো সবার জানা। তবে ১৪ই এপ্রিল কোনও বিয়ে হচ্ছে না। ১৩ বা ১৪ তারিখ বিয়ের কোনও অনুষ্ঠান নেই। এটা এক্কেবারে নিশ্চিত। আসলে শুরুতে তেমনটাই হওয়ার ছিল, কিন্তু সংবাদমাধ্যমে তারিখ ফাঁস হয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে বিয়ের তারিখ বদলে দেওয়া হয়েছে। আমি এইটুকুই বলব যে ১৩ বা ১৪ তারিখ বিয়ে হচ্ছে না। বিয়ের তারিখ নিয়ে খুব শীঘ্রই কোনও ঘোষণা আসতে চলেছে’।
আলিয়ার বাবা মহেশ ভাট এই ব্যাপারে কোনওরকম মন্তব্য থেকে বিরত থেকেছেন। আলিয়ার বিয়ের তারিখ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমাকে রণবীরের মা নীতু কাপুর এই নিয়ে কিছু বলতে মানা করেছে, তাই আমি ওঁনার অনুরোধ ফেলতে পারব না’।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports