সপ্তাহান্তে রবিবার রাতে নৈশভোজের জন্য মুম্বইয়ের এক রেস্তোরাঁয় সমবেত হয়েছিলেন বলিউড সেলেবরা। আলিয়া ভাট, রণবীর কাপুর, জুনিয়র এনটিআর এবং তাঁর স্ত্রী লক্ষ্মী প্রাণথি, করণ জোহর, হৃতিক রোশন এবং সাবা আজাদ রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার সময় লেন্সবন্দি হন। জানা গিয়েছে, অয়ন মুখোপাধ্য়ায় সকলকে এক জায়গায় জড়ো করেছেন।
ডিনার ডেটের জন্য একসঙ্গে হাজির হয়েছেন আলিয়া, রণবীর, জুনিয়র এনটিআর, লক্ষ্মী প্রাণথি, এবং করণ জোহর। হৃতিক এবং সাবা পরে তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। স্টার-স্টাডেড আউটিংয়ে কে কী পরেছিলেন, দেখুন সেই ছবি-
আরও পড়ুন: মিস ইউনিভার্সের মঞ্চে এবার প্রথমবার সৌদি সুন্দরী, অংশ নিতে পারবেন প্রতিযোগিতায়
আরও পড়ুন: ‘সিতারে জমিন পর’ নিয়ে পর্দায় ফিরছেন আমির, পরের মাসে শ্যুটিং শুরু দিল্লিতে, কী বলছে রিপোর্ট
আলিয়া ভাট, রণবীর কাপুর, জুনিয়র এনটিআর, করণ জোহর, হৃতিক রোশন এবং সাবা আজাদের ডিনার ডেটের ছবি:
আউটিংয়ে এক কাঁধ খোলা ম্যাক্সি ড্রেস পরেছিলেন আলিয়া ভাট। পোশাক জুড়ে ছিল হালকা রঙের প্রিন্ট। রণবীর কাপুর এবং জেআর এনটিআর এ দিন আউটিংয়ে কালো পোশাক পরেছিলেন। কলারযুক্ত কালো টি-শার্ট এবং কালো স্ট্রেইট-ফিটেড প্যান্ট পরেছেন অভিনেতা। JR NTR কালো গোল-গলা টি-শার্ট, কালো স্কিন-ফিট প্যান্ট,লেদারের বেল্টের ঘড়ি, ট্রেন্ডি ট্যান-রঙের চাঙ্কি স্নিকার্স পরেছেন।
আরও পড়ুন: ব্রালেট কাটিং ব্লেজার পরে বোল্ড লুকে ভূমি, কাটাফাটা এই পোশাকের দাম জানলে চমকে উঠবেন