1 মিনিটে পড়ুন Updated: 16 Aug 2023, 10:32 AM ISTTulika Samadder
রণবীরের নাকি আলিয়ার লিপস্টিক পরা পছন্দ নয় একেবারেই। তা বলে বউ লিপস্টিক পরলেই তা মুছে ফেলতে বলবেন!
বউ লিপস্টিক পরুক চান না রণবীর।
আলিয়া ভাটের লিপস্টিক পরার কায়দা দেখে চোখ কপালে নেট-নাগরিকদের। দিনকয়েক ধরেই ভিডিয়োখানা ঘুরছে অন্তর্জালে। যেখানে রণবীর-পত্নী শেখাচ্ছেন কীভাবে বিনা ফাউন্ডেশনে রোজকার মেকআপ লুক ক্রিয়েট করা যায়। মানে অফিস বা কলেজে যাওয়ার আগেও একটুখানি সময় খরচ করে আপনি থাকবেন সুন্দরী।
তবে ভিডিয়োর যে অংশটি নিয়ে সবথেকে বেশি চর্চা সেটি হল লিপস্টিক পরার কায়দা। আমার আপনার মতো করে মোটেও লিপস্টিক পরেন না আলিয়া। নিজে সেটা মেনেও নিলেন। তা কীভাবে পরেন? লিপস্টিক নিয়ে তা ঠোঁটে ঘষার বদলে, ঠোঁট ঘষেন লিপস্টিকের গায়ে!
সঙ্গে আবার ফাঁস করলেন তাঁর এই লিপস্টিক পরা একেবারেই পছন্দ করেন না স্বামী রণবীর কাপুর। এমনকী যখন প্রেমিক ছিলেন তখনও করতেন না। আলিয়ার কথায়, ‘লিপস্টিক পরলেই বলে মুছে ফেলো মুছে ফেলো। ওর আমার ঠোঁটের স্বাভাবিক রংই বেশি পছন্দ।’