বাংলা নিউজ > বায়োস্কোপ > Alia Bhatt-Soni Razdan: মায়ের সাজে মুগ্ধ আলিয়া, সোনির প্রশংসা করে লিখলেন, 'আমার ক্যাজুয়াল কুইন'
পরবর্তী খবর
Alia Bhatt-Soni Razdan: মায়ের সাজে মুগ্ধ আলিয়া, সোনির প্রশংসা করে লিখলেন, 'আমার ক্যাজুয়াল কুইন'
1 মিনিটে পড়ুন Updated: 09 Nov 2023, 03:00 PM ISTSubhasmita Kanji
Alia Bhatt-Soni Razdan: মা সোনি রাজদানের তুমুল প্রশংসা আলিয়া ভাটের। পিপ্পা ছবির স্ক্রিনিংয়ে মায়ের ড্রেসিং সেন্স দেখে কী বললেন তিনি?
মায়ের তুমুল প্রশংসা আলিয়ার
আলিয়া ভাট এবং তাঁর মা সোনি রাজদান একে অন্যকে নিয়ে মাঝে মধ্যেই নানা আদুরে পোস্ট করে থাকেন। তাঁদের মা বেটির সম্পর্ক যে কতটা শক্তিশালী সেটা সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই বোঝা যায়। আলিয়া যতই গোটা দুনিয়ার কাছে সুপারস্টার, সুপার ব্যস্ত হন না কেন তাঁর গোটা পরিবার বিশেষ করে তাঁর মায়ের সঙ্গে সম্পর্কটা ভীষণই ভালো। তাঁরা একে অন্যের ভীষণ কাছের।
মাকে নিয়ে কী লিখলেন আলিয়া?
সম্প্রতি সোনি রাজদান পিপ্পা ছবির স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন। সেখানে তাঁর সাজ, পোশাক দেখে মুগ্ধ হয়ে যান আলিয়া। ভোলেন না মায়ের প্রশংসা করতে।
ইশান খট্টর এবং ম্রুণাল ঠাকুর অভিনীত পিপ্পার গত ৮ নভেম্বর স্পেশাল স্ক্রিনিং ছিল। সেখানে উপস্থিত ছিলেন সোনি রাজদান। এদিন আলিয়া ভাট তাঁর মায়ের এই অনুষ্ঠানের একটি ছবি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। তার ক্যাপশনে লেখেন, 'আমার সুন্দরী মা ঠিক যেন ক্যাজুয়াল কুইন।' তিনি পিপ্পা ছবির জন্য শুভেচ্ছা পাঠান। এখানে অভিনেত্রীর মাকে একটি পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যাবে।