আলিয়া ভাট সম্প্রতি তাঁর পরিবারের সঙ্গে তাঁর দিদা গারট্রুড হোয়েলজারের ৯৬ তম জন্মদিন উদযাপন করেছেন। আলিয়ার মা অভিনেত্রী সোনি রাজদান ইনস্টাগ্রামে গারট্রুড হোয়েলজারের পুরানো সময়ের কিছু ছবি ও তাঁর জন্মদিন উদযাপনের কিছু মুহূর্ত শেয়ার করেছিলেন।
সোমবার, সোনি ইনস্টাগ্রামে তাঁর মা গারট্রুড হোয়েলজারের পুরনো কিছু ছবি শেয়ার করেন। সেখানে তাঁর মায়ের বিকিনি পরা একটি ছবিও ছিল। তাছাড়াও তাঁর জন্মদিনের কেকের ছবিও পোস্ট করেছিলেন। এছাড়াও আলিয়া তাঁর দিদাকে জড়িয়ে রেখেছেন সেরকম একটি ছবিও সোনি পোস্ট করেন।
আরও পড়ুন : বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে 'লাইফ টাইম অ্যাচিভমেন্ট' সম্মানে ভূষিত হলেন স্বপন সাহা
ছবিগুলি পোস্ট করে সোনি লেখেন, 'যখন আমরা মাকে মনে করিয়ে দিলাম, আজ তাঁর বয়স ৯৬ পূর্ণ হল তখন তাঁর প্রথম প্রতিক্রিয়া ছিল 'ওহ খুব বেশি বয়স না, তাহলে!' শুভ জন্মদিন সুন্দরী মা। তুমি নিজেকে তরুণ ভাবতে থাকো এবং দীর্ঘজীবী হও।'
সোনি যে চকলেট কেকের ছবিটি শেয়ার করেছিলেন তাতে লেখা ছিল, ‘শুভ ৯৬তম জন্মদিন মা।’ এই অনুষ্ঠানে আলিয়াকে একটা ল্যাভেন্ডার রঙের চিকনকারি কুর্তা পরতে দেখা গিয়েছে। অন্যদিকে, শাহীন সম্পূর্ণ কালো রঙের একটি পোশাক বেছে নিয়েছিলেন।
আরও পড়ুন : ‘ওর মতো কেউ পারে না…’! আলাদা হয়েও কেন ফের সোহেলের কাছে, জবাব ‘ডিভোর্সি’ তিয়াসার
পোস্টটি প্রকাশ্যে আসার পর অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে। অভিনেত্রী অদিতি রাও হায়দারি কমেন্ট করেন, ‘খুবই অসাধারণ! ওঁকে জন্মদিনের শুভেচ্ছা এবং সারাজীবন সুস্থ থাকুন।’ অন্যদিকে, আনিতা শ্রফ লিখেছেন, ‘শুভ ৯৬তম জন্মদিন!’
তবে তারকারা ছাড়াও অনেক অনুরাগীও নানা মন্তব্য করেছেন। একজন লেখেন, ‘কি অসাধারণ! তিনি একজন সুন্দরী মায়ের মতোই কথা বলেছেন। জন্মদিনের জন্য অনেক অনেক শুভকামনা রইল।’ আর একজন মন্তব্য করেছেন, ‘প্রিয় রাহাও ওঁর সৌন্দর্যের উত্তরাধিকারী.... এখন আমরা উৎসটা জেনে গেলাম....শুভ জন্মদিন, অসাধারণ।’
কাজের সূত্রে, ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা স্পাইদের নিয়ে হওয়া এই ছবিতে শর্বরীর সঙ্গে আলিয়াকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। ববি দেওলও এই ছবিতে থাকবেন বলে গুঞ্জন শোনা গিয়েছে। তাছাড়াও শিব রাওয়াইল পরিচালিত এই ছবিটি আদিত্য চোপড়ার ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের ষষ্ঠ ছবি হতে চলেছে। এর আগে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’ এবং ‘টাইগার ৩’-এসেছে।