
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিটি সদ্যই মুক্তি পেয়েছে। করণ জোহর পরিচালিত এই ফ্যামিলি ড্রামা দর্শকদের থেকে বেশ ভালোই সাড়া পাচ্ছে। প্রথম তিনদিন বেশ ভালোই আয় করেছে এই ছবি। সপ্তাহান্তে তো অনেকটাই বেড়েছিল আয়। কিন্তু সোমবার আসতেই হুড়মুড়িয়ে কমলো লক্ষ্মীলাভের পরিমাণ। যদিও মাত্র ৪ দিনেই এই ছবিটি ৫০ কোটির গণ্ডি টপকে গিয়েছে।
সাচনিল্কের রিপোর্ট অনুযায়ী সোমবার অর্থাৎ এই ছবি মুক্তির চতুর্থ দিনে এটি ৫০ কোটির ক্লাবে প্রবেশ করল। ৭ বছর পর এই ছবির হাত ধরেই পরিচালনায় ফিরলেন করণ। আর এই কামব্যাক মোটেই মন্দ হল না। রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট এবং রণবীর সিং। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরীকে। সারা আলি খান, বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডে এবং জাহ্নবী কাপুরকে ক্যামিও চরিত্রে দেখা যাবে এখানে।
সোমবার, অর্থাৎ চতুর্থ দিনে ছবিটি ভারতে মোট ৭.৫০ কোটি টাকা আয় করেছে বলেই সাচনিল্ক জানিয়েছে। প্রথমদিন ছবিটি ১১.১ কোটি, দ্বিতীয় দিন ১৬.০৫ কোটি এবং তৃতীয় দিন ১৮.৭৫ কোটি টাকা আয় করে বক্স অফিসে। তবে চতুর্থ দিন কমে আয়ের পরিমাণ।
সবটা মিলিয়ে আপাতত ৫০ কোটির গণ্ডি টপকাল রকি অউর রানি কি প্রেম কাহানি। চারদিনে এই ছবির মোট আয় ৫৩.৪০ কোটি।
গতকাল এই ছবিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করার পর আলিয়া ধন্যবাদ জানান সমস্ত দর্শকদের। তিনি তাঁর ইনস্টাগ্রামে তাঁর, রণবীর এবং করণ জোহরের একটি ছবি পোস্ট করে লেখেন, 'ভালোবাসা থাকলে সব আছে। আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমরা ভীষণ কৃতজ্ঞ।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports