গত বছর থেকেই ঐশ্বর্য-অভিষেকের ডিভোর্স চর্চা ছিল তুঙ্গে। কেউ বলেছেন অভিষেক-ঐশ্বর্যর মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছেন। কেউ বলেছেন শাশুড়ি জয়ার সঙ্গে রাই সুন্দরীর সম্পর্ক ভালো না। আবার কারোর কথায়, ননদের কারণেই শ্বশুরবাড়ি থেকে আলাদা থাকছেন ঐশ্বর্য। সম্পত্তি নিয়ে নাকি ঝগড়া?
যদিও নিন্দুকেদের মুখে ছাই ঢেলে গত বছরের শেষে আরাধ্যা বচ্চনের স্কুলের বার্ষিক ঐশ্বর্যর সঙ্গেই পৌঁছেছিলেন অভিতাভ-অভিষেক। তারপর আবার সপরিবারে ঘুরতেও গিয়েছিলেন তাঁরা। আর এবার পরিচালক আশুতোষ গোয়ারিকরের ছেলের বিয়েতে একসঙ্গেই পৌঁছলেন অভিষেক-ঐশ্বর্য। সেখানে আবার তাঁদের পোশাকেও ছিল রং মিলান্তি।
অভিষের পরেছিলেন আইভরি রঙের গলাবন্ধ। আর ঐশ্বর্য ওই রঙেরই আনারকলি ড্রেস পরেছিলেন। ইসকনেক মহারাজ হরিনাম দাসের সঙ্গে কথা বলতে দেখা গেল তাঁদের। হাসিমুখেই কথা বলছিলেন ঐশ্বর্য। আবার অভিষেককে মহারাজের সামনে হাতজোর করতে দেখা গেল। সুন্দর এই মুহূর্তটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে বৃন্দাবন মন্দিরে যাওয়ার আমন্ত্রণও পেয়েছেন এই দম্পতি।