পরিণতি পেল আদৃত-কৌশাম্বির ভালোবাসা। কটাক্ষ, ট্রোলিং পেরিয়ে ছাদনাতলায় পূর্ণতা পেল আরও একটা মিষ্টি প্রেমের গল্প। মিঠাই সিরিয়ালের সেটে শুরু প্রেম কাহিনির শুভ পরিণয় হল বৈশাখের বৃষ্টিস্নাত রাতে। অনস্ক্রিন ‘দিদিয়া’র গলায় এদিন মালা পরালেন আদৃত। রাঙালেন কৌশাম্বির সিঁথি। নবদম্পতির বিয়ের একাধিক মুহূর্ত ভাইরাল সোশ্যালে।
টুকটুকে লাল বেনারসিতে সেজে কনে বউ কৌশাম্বি। সঙ্গে গা ভর্তি সোনার গয়না। কোনওরকম চমক নয়, একদম সাবেকি বাঙালি কনের সাজে ধরা দিলেন কৌশাম্বি। তসরের ধুতি আর হলুদ পাঞ্জাবিতে বিয়ের রাতে ঝলমল করলেন আদৃত। মালাবদলের সময় দুজনের মুখের চওড়া হাসি বলে দিচ্ছিল তাঁদের প্রেমের গভীরতা। পরস্পরের উপর থেকে চোখ সরল না দুজনেরই। মালাবদলের সেই রোম্যান্টিক মুহূর্ত দেখে আবেগে ভাসছেন জুটির ভক্তরা।
আদৃতের বিয়ের আসরে হাজির ছিল গোটা মিঠাই টিম। যদিও দেখা মেলেনি সৌমিতৃষার। তবে পৌঁছেছিলেন দাদাই-ঠাম্মি থেকে উচ্ছেবাবুর মা-বাবা, দাদা-বৌদিরা। মোদক পরিবারের সদস্যদের নিয়ে এদিনও ‘জয় গোপাল’ ধ্বনি শোনা গেল আদৃতের মুখে।
নিজের দুই অনস্ক্রিন সন্তানের সঙ্গেও জমিয়ে পোজ দিলেন উচ্ছেবাবু। স্পেশ্যাল দিনে কৌশাম্বির পাশে থাকল ফুলকি পরিবার। সোনালি কাজ করা অফ হোয়াইট শিফন শাড়িতে এদিন ঝলমল করলেন ফুলকি অর্থাৎ দিব্যাণী মণ্ডল। দেখা মিলেছে রোহিতেরও।


আদৃত-কৌশাম্বির বিয়ে ঘিরে গত কয়েকদিন ধরেই চর্চা থামছে না। বুধবার গোলাপি শাড়িতে আইবুড়ো খান কৌশাম্বি। বিয়ের সকালে লাল পাড় গরদের শাড়িতে দেখা মিলেছিল মিসেস রয়কে। গায়ে হলুদে হলুদ রঙা বেনারসি, স্লিভলেস ব্লাউজ আর ফুলেল সাজে ঝলমলে কৌশাম্বি। বরবেশে আদৃতকে দেখেও মুগ্ধ ফ্যানেরা।
আরও পড়ুন-আদৃতের নামের শাঁখা-পলায় সেজে কৌশাম্বি! উচ্ছেবাবুর বিয়ের দুপুরে কী করলেন ‘মিঠাই’ সৌমিতৃষা?
বিয়ের রাতে বউমাকে আগলে দেখা মিলল আদৃতের মায়ের। জামাই বরণ করে নিলেন কৌশাম্বির মা। দুই শাশুড়ির সাজও চোখ টানলো। প্রেম নিয়ে প্রকাশ্যে এখনও সেভাবে কথা বলেননি দুজনেই। তবে প্রযোজনে বরাবর পরস্পরকে সাপোর্ট করেছেন। ২০২২ সালের শুরু থেকেই আদৃত-কৌশাম্বির প্রেমচর্চা ডানা মেলেছিল। গত বছর ক্রিসমাসে আদৃতের সঙ্গে বাহুলগ্না ছবি পোস্ট করে নিজেদের সম্পর্ককে ইনস্টা অফিসিয়্যাল করে দিয়েছিলেন কৌশাম্বি। মাস কয়েকের মধ্যেই সেরে ফেললেন শুভকাজ।
আদৃত ছোট পর্দা দিয়ে জনপ্রিয়তা পেলেও, শুরুটা হয়েছিল ‘নূরজাহান’ সিনেমা দিয়ে। ফের একবার ভাগ্য অন্বেষণে বড় পর্দায় ফিরছেন নায়ক। এসভিএফের প্রযোজনায় আসছে সেই ছবি, নাম পাগল প্রেমী। শ্যুটিং আগেই শেষ। যদিও সিনেমা মুক্তি নিয়ে এখনও কোনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি।