অবশেষে এসেই গেল সেই প্রতীক্ষিত দিনটা। ৯ মে বৃহস্পতিবারই ছাদনাতলায় যাচ্ছেন মিঠাই অভিনেতা। এই সিরিয়ালের সহ-অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তীর সঙ্গে বছর দেড়েকের প্রেম অবশেষে পূর্ণতা পেতে চলেছে।
ইতিমধ্য়েই সামনে এল আদৃতের হায়ে হলুদের ছবি। গায়ে সাদা রঙের স্য়ান্ডো গেঞ্জি, সঙ্গে ধুতি। মাথায় টোপর। বোঝা গেল, সবাই হলুদ মাখিয়ে একেবারে ভূত বানিয়ে ফেলেছে বাড়ির সকলে। বেশ বিন্দাস মুডে পাওয়া গেল আদৃতকে। বোঝা গেল, বিয়ে করার আনন্দে একেবারে ডগমগ করছেন।
আরও পড়ুন: কৌশাম্বির মুখে লাজুক হাসি, রূপ খোলতাই আইবুড়ো ভাতে! রাতে পরলেন আদৃতের নামের মেহেন্দি

গতকাল ছিল আইবুড়ো ভাত আর মেহেন্দি। আদৃত বরাবরই প্রচারবিমুখ। এতদিন তো ইনস্টাগ্রামেও অ্য়াকাউন্ট ছিল না তাঁর। ফেসবুকেও পোস্ট করতেন কালেভদ্রে। তবে কৌশাম্বি দিয়েছেন আইবুড়ো ভাত খাওয়ার ছবি। দেখা যায় তিনি পরেছিলেন গোলাপি রঙের শাড়ি সঙ্গে সোনালি ব্লাউজ। আর হাতে, কানে, গলায় মুক্তোর গয়না। চুলে লাগানো ছিল ফুলের কাঁটা। গলায় একটি মালাও ছিল হবু কনের। আর বুধবার রাতে আদৃতের নামের মেহেন্দিতে রাঙান হাত।
আরও পড়ুন: কদিন আগেই স্ট্রোক, ফের হাসপাতালে ডালহৌসিতে ভাতের হোটেল চালানো নন্দিনী! লাইভে এসে দিলেন চরম দুঃসংবাদ
মিঠাই-এর সেটে হয়েছিল আদৃত আর কৌশাম্বির প্রেমের শুরু। ধারাবাহিকে আদৃতের বিপরীতে যদিও ছিলেন সৌমিতৃষা কুণ্ডু। অনেকেই তাঁদের রিল লাইফের কেমিস্ট্রি দেখে ধারণা করেছিল, বুঝি বা বাস্তবেও একে-অপরের প্রেমে খাচ্ছেন হাবুডুবু। তবে তা হয়নি। বরং সিরিয়ালের দিদিয়া ওরফে কৌশাম্বিই হয়ে ওঠেন তাঁর মনের মানুষ।
বরাবরই বাস্তব জীবন নিয়ে মুখ বন্ধ রেখেছিলেন আদৃত রায়। তবে দিদি নম্বর ১-এর মঞ্চে এসে ভালোবাসার মানুষকে নিয়ে আড্ডা জমিয়েছিলেন কৌশাম্বি। নাম না করেই একবার বেশ লাজুক হাসি হেসে বলেছিলেন, ‘আমি উচ্ছে খেতে ভালোবাসি’ (মিঠাইতে আদৃতের চরিত্র সিদ্ধার্থ মলহোত্রাকে উচ্চেবাবু বলে ডাকত বউ মিঠাই)।
আরও পড়ুন: ‘ও তোমার নয়, আমার মেয়ে…’, কে নিজেকে সোনাক্ষির ‘দ্বিতীয় মা’ হিসেবে করল দাবি?
সঙ্গে জানিয়েছিলেন, তাঁর বর্তমান সঙ্গীকে পছন্দ করে তাঁর পরিবার। বাড়ির লোকেরও মত আছে এই বিয়েতে। সঙ্গে ঠিক কতটা খুশি তিনি সেই সম্পর্কে, তা বোঝা গিয়েছিল চোখমুখ দেখেই। আদৃশাম্বি-জুটির ভক্তরাও দুজনকে বলছে, ‘রাজযোটক’।
বৃহস্পতিবার রাতেই দক্ষিণ কলকাতা থেকে নিজের পছন্দের থার গাড়িটি চড়ে হাওড়ার মেয়ে কৌশাম্বিকে বিয়ে করতে যাবেন আদৃত।