
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
গত কয়েকটা দিন ধরেই মন খারাপ মিঠাই ভক্তদের। কারণ তাঁদের আদরের নিপারানিকে আপতত পর্দায় দেখা যাচ্ছে না। পা ভেঙে আপতত শয্যাশায়ী সে। শ্যুটিংয়ের ব্যস্ততা সামলে পর্দার ছোটবোন নিপা মানে অভিনেত্রী ঐন্দ্রিলা সাহার খোঁজখবর নিতে সটান তাঁর মধ্যমগ্রামের বাড়িতে হাজির মিঠাইয়ের উচ্ছেবাবু। সিদ্ধার্থ একাই ছোট বোনের খোঁজ নিয়ে যায়নি, তাঁর অপর অনস্ক্রিন বোন শ্রীতমা আর রাহুলও সঙ্গে গিয়েছিল। কাছের মানুষগুলোকে সামনে দেখে দারুণ খুশি ঐন্দ্রিলা। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী।
ছবিতে দেখা গেল হাসি মুখে ভাঙা পা নিয়ে বিছানায় বসে ঐন্দ্রিলা, তার কোলে বসে রয়েছে এক পুচকে সদস্য। ঐন্দ্রিলার একধারে অনস্ক্রিন দাদা, অন্যধারে দিদি আর মুঠোফোন হাতে ছবিটা ক্লিক করেছেন জামাইবাবু রাতুল। এই মিষ্টি ছবি শেয়ার করে ঐন্দ্রিলা লেখেন, ‘এরা শুধু আমার সহ-অভিনতা নয়, আমার পরিবার’।
ফ্যানেরা দারুণ খুশি এই ছবি দেখে। তবে কেউ কেউ লিখেছেন, ‘মিঠাই কোথায়?’ অনেকেই বলেছেন, ‘নিপাকে খুব মিস করছি, দ্রুত সেরে উঠে কামব্যাক করো’। আসলে মোদক পরিবারের প্রাণ ভ্রমরা নিপা। অনস্ক্রিন হোক আর অফস্ক্রিন মিঠাই পরিবারকে মাতিয়ে রাখে এই খুদে সদস্যা। তাঁকে যে সবাই মিস করছে তা বলার অপেক্ষা রাখে না।
‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’-এর সঞ্চালক হিসাবে শুরু হয়েছিল ঐন্দ্রিলার সফর। ‘রাইকিশোরী’ ধারাবাহিকের সঙ্গে অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন ঐন্দ্রিলা। এরপর ধীরে ধীরে বাংলা সিরিয়ালের পরিচিত মুখ হয়ে উঠেন। ‘খনার বচন’ সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন তিনি। এর আগে ‘করুণাময়ী রাণী রাসমণি, ‘চুন্নী পান্না’র মতো সিরিয়ালেও অভিনয় করেছেন ঐন্দ্রিলা। দ্রুত সেরে উঠে কাজে ফিরবেন ঐন্দ্রিলা এমনটাই প্রার্থনা তাঁর অনুরাগীদের।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports