বাংলা নিউজ > বায়োস্কোপ > Adrit-Kaushambi Wedding Card: ভাইয়া টু সাঁইয়া! বাকি ১৮ দিন, প্রকাশ্যে আদৃত-কৌশাম্বির বিয়ের কার্ড, শপিং সারছেন জমিয়ে!
পরবর্তী খবর
আর তিন সপ্তাহও হাতে নেই! ৯ই মে গাঁটছড়া বাঁধতে চলেছেন মিঠাই খ্যাত তারকা আদৃত রায় ও তাঁর অনস্ক্রিন দিদিয়া কৌশাম্বি চক্রবর্তী। আর কোনও লুকোচুরি নয়, বরং নিজেদের বিয়ের কথা প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন নায়িকা। ভালোবাসার মানুষের হাত ধরে ছাদনাতলায় কৌশাম্বি, বেজায় এক্সাইটেড ‘ফুলকি’র পারোমিতা। আরও পড়ুন-আদৃত-কৌশাম্বির বিয়ের আগে একজোট মোদক পরিবার! বাদ শুধু ‘মিঠাই’ সৌমিতৃষা, আইবুড়ো ভাত নাকি?