অনেকেই আদৃত রায় আর সৌমিতৃষা কুণ্ডুর জুটিটা বাস্তবে পরিণতি পায়নি বলে কষ্ট পেয়েছেন। বিশেষ করে মিঠাই-প্রেমীরা! তবে তাদের সেই খারাপ লাগা এবার অন্তত ঘুচবে। যেভাবে একই দিকে পছন্দ চলে কৌশাম্বি আর আদৃতের, তাতে স্পষ্ট একে-অপরের জন্য তাঁরা কতটা পারফেক্ট।
৯ মে হাওড়ার এক ব্যাঙ্কোয়েটে বিয়ে আদৃশাম্বি জুটির। আর ১১ তারিখ রিসেপশন। আপাতত এই জুটির ভক্তরা তাই রয়েছেন আনন্দের সপ্তম স্বর্গে। একটি ফ্যানপেজের তরফে দুই তারকার ভিডিয়ো আপলোড করা হয়েছে অনলাইনে। যেখানে দেখা যাচ্ছে, র্যাপিড ফায়ারে পছন্দ-অপছন্দ নিয়ে প্রশ্ন করা হচ্ছে তাঁদের। আর আশ্চর্য হল, আলাদা আলাদা সময়ে উত্তর দিলেও, দুজনের পছন্দ এক্কেবারে এক। যা দেখে আদৃত-কৌশাম্বিকে ‘রাজযোটক’ বলে অভিহিত করল তাঁদের ভক্তরা।
আরও পড়ুন: দিদির সঙ্গে ঘুচল দূরত্ব! জিয়াগঞ্জে জোড়াফুলের প্রচারে কৌশানি, সঙ্গী সোহম-সৌরভ
আদৃতের কাছে প্রশ্ন ছিল, মেয়েদের কোন পোশাক তাঁর বেশি পছন্দ। যাতে জবাব আসে ‘শাড়ি’। অন্য দিকে, কৌশাম্বি জানান পছন্দের মানুষকে ‘পঞ্জাবি’তে দেখাই তাঁর সবচেয়ে পছন্দের। পছন্দের মাছ দুজনেরই ‘ইলিশ’। এমনকী, ঘোরার জায়গা নিয়েও বড্ড মিল তাঁদের। দুজেনই ভালোবাসেন পাহাড়। আর পাহাড়েও দুজনের পছন্দ দার্জিলিং। এমনকী ‘হাউজ পার্টি’ ও একইভাবে ভালোবাসেন তাঁরা। পছন্দের এত মিল থাকলে, মনের মিল তো হবেই।
আরও পড়ুন: ‘যেন সত্যিকারের রাম-সীতা’! রামায়ণ থেকে ফাঁস রণবীর-সাই-এর প্রথম লুক, দেখুন ছবি
মিঠাই ধারাবাহিক চলাকালীন একে অপরের প্রেমে পড়েন তাঁরা। যদিও প্রথম দিকে চরম কটাক্ষের মুখে পড়তে হয় এই সম্পর্ককে। আদৃত-সৌমিতৃষা জুটির ভক্তরা চেয়েছিলেন রিয়েল লাইফেও তাঁরা একে-অপরের সঙ্গে প্রেম করুন। আর সেটা না হয়ে, সিরিয়ালের দিদির প্রেমে পড়ায় শুরু হয়েছিল নোংরা ট্রোল।
এমনকী, মিঠাই সেটে বেশ একটা ঠান্ডা লাড়াই ছিল আদৃত আর সৌমিতৃষার মধ্যেও। সিরিয়ালের সকল তারকার সঙ্গে রিল ভিডিয়ো শেয়ার করলেও, কোনওদিন আদৃতের সঙ্গে ভিডিয়ো দেননি সৌমিতৃষা। উলটো দিকে, আদৃত নিজে অবশ্য রিল বানান না একেবারেই। সেভাবে অ্যাক্টিভ নন সোশ্যাল মিডিয়াতেও। এমনকী, কিছুদিন আগে মিঠাই সিরিয়ালের রিউনিয়ন পার্টিতে প্রায় গোটা কাস্ট ছিল উপস্থিত। ছিলেন কৌশাম্বি-আদৃতও। সেখানেও মিসিং ছিলেন সৌমিতৃষা।
আরও পড়ুন: বাবা-মার বিচ্ছেদ কীভাবে সামলায় ১২ বছরের মীরা? বরখাকে নিয়ে জবাব ইন্দ্রনীলের