হিন্দির সারেগামাপা এবার জমজমাট! এবারের এই রিয়েলিটি শোতে একাধিক বাংলার প্রতিযোগী আছে। বাংলার অ্যালবার্ট কাবো তো ইতিমধ্যেই তাঁর গানের জাদুতে নজর কেড়েছেন, রেকর্ড করেছেন তাঁর অরিজিন্যাল গান। অন্যদিকে বুলেট তাঁর গানের পাশাপাশি প্রেমিক রূপ দেখিয়ে সবার নজর কেড়েছেন। বাদ যাচ্ছেন না বিচারক বা অতিথি কিংবা সঞ্চালক। এদিন জি টিভির সারেগামাপার সঞ্চালক আদিত্য নারায়ণকে তাঁর বাবা তথা গায়ক উদিত নারায়ণের সঙ্গে গান গাইতে দেখা গেল।
আদিত্য উদিতের যুগলবন্দি
এদিন সারেগামাপার মঞ্চ জমে উঠেছিল বাবা ছেলের গানে। উদিত নারায়ণের গাওয়া গদর ছবির ম্যায় নিকলা গাডি লেকে গানটি তাঁকে তাঁর ছেলের সঙ্গে গাইতে দেখা যায়। তাঁদের এই যুগলবন্দি শুনেই আনন্দে লাফিয়ে ওঠেন অনু মালিক। চিৎকার করে বলে ওঠেন, 'আগুন লাগিয়ে দিলেন, আগুন লাগিয়ে দিলেন তো পুরো।' ছেলের সঙ্গে এই গান গাওয়ার পর তিনি ঘর আজা পরদেশি গানটি একাই গান। তাঁর সেই সুরের মূর্ছনায় সকলেই মুগ্ধ হয়ে যান।
আরও পড়ুন: শ্রেয়া যে গান ভয় পান, সেটাই অবলীলায় করলেন বাঙালি প্রতিযোগী, মিলল কী পুরস্কার?
আরও পড়ুন: ভারতীয়দের 'নষ্ট' করছেন একতা, বাড়াচ্ছেন ডিভোর্স? নয়া ফিল্ম নিয়ে ট্রোলিং হতেই মোক্ষম জবাব একতার