1 মিনিটে পড়ুন Updated: 11 Jun 2024, 07:01 AM ISTTulika Samadder
অভিনেত্রী অদিতি রাও হায়দারি মার্চ মাসে বাগদান করেন অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে, তার সম্পর্কের রসায়ন নিয়ে কথা বললেন। কী দেখে প্রেমে পড়েছিলেন, খোলসা করলেন সেটাও।
On the work front, actor Aditi Rao Hydari was last seen in web show, Heeramandi.
সঞ্জয় লীলা বনশালির হীরামান্ডি-র পর বিশেষ করে আলোচনায় উঠে এসেছেন অদিতি রাও হায়দারি। এমনিতেই বরাবরই তাঁর সৌন্দর্যের গুণমুগ্ধ ভক্তের সংখ্যা নেহাত কম ছিল না! তবে হীরামান্ডি যেন সেই জনপ্রিয়তাকে আরও উপরে নিয়ে গিয়েছে। তবে ২০২৪ সাল বিশেষভাবে গুরুত্বপূর্ণ অদিতির কাছে আরও একটি কারণের জন্য। চলতি বছরেই তিনি আংটি বদল করেছেন দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে।
সিদ্ধার্থকে নিয়ে অদিতি:
অদিতি এবং সিদ্ধার্থ মার্চ মাসে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাদের বাগদানের ঘোষণা করেছিলেন। ক্যাপশনে অদিতি লেখেন, ‘ও বলেছে হ্যাঁ! এনগেজড।’ সিদ্ধার্থও অনুরূপ একটি পোস্টে লিখেছিলেন, ‘ও হ্যাঁ বলেছে’।
বাগদানের ঘোষণার পরেই অদিতি হীরামন্ডির কাজে ডুব দিয়েছিলেন। তারপরে লরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন।
পেশাগত জীবনের চাহিদার সঙ্গে ব্যক্তিগত জীবনের ভারসাম্য কীভাবে সাজাচ্ছেন জানতে চাইলে এই সাক্ষাৎকারে অদিতি বলেন, ‘বর্তমানকে উপভোগ করার মাধ্যমে। একসঙ্গে হাসতে হাসতে। আমাদের চারপাশে যাই ঘটুক না কেন আমরা একই দলে আছি তা জেনে।’
অদিতি ও সিদ্ধার্থ বরাবরই চাপা নিজেদের সম্পর্ক নিয়ে। তবে ধারণা করা হয়, ধারণা করা হচ্ছে, ২০২১ সালে 'মহা সমুদ্রম' ছবির সেটে একে অপরের প্রেমে পড়েন দু'জনে। প্রেমিকের নামে অদিতিকে আরও বলতে শোনা যায়, ‘আমি তার অপরিসীম প্রতিভা, তার সততাকে শ্রদ্ধা করি। একজন শিল্পী হিসেবে যতটা, ততটাই একজন ভালো মানুষ হিসে। আমি জানি ও সবসময় আমার ভালো চায়।’