Aditi-Siddharth: ২৫ বছরে ভাঙে প্রথম বিয়ে! ২০২৪-এ অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন প্রসেনজিৎ-এর নায়িকা অদিতি রাও হায়দারি।
প্রেমে সিলমোহর অদিতির
বলিউড তথা দক্ষিণী ইন্ডাস্ট্রির অতি পরিচিত নাম অদিতি রাও হায়দারি। প্রসেনজিৎ-এর ‘জুবিলি’ নায়িকার সৌন্দর্যে মুগ্ধ কাশ্মীর থেকে কন্যাকুমারী। কিন্তু অনেকেই হয়ত জানেন না অভিনয় কেরিয়ার শুরুর আগে বিবাহিত ছিলেন অদিতি। মাত্র ২১ বছরেই উচ্চ পদস্থ সরকারি আধিকারিক সত্যদীপ মিশ্রাকে বিয়ে করেছিলেন অদিতি। তবে চার বছর পর সেই বিয়ে ভাঙেন নায়িকা। নিজের মুখেই অদিতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘অভিনয় কেরিয়ার গড়তে আমি প্রথম বিয়ে ভেঙেদি’।
বিয়ে ভাঙলেও এখনও ভালো বন্ধু সত্যদীপ আর অদিতি। প্রাক্তন স্বামী বছর খানেক আগেই সাত পাকে বাঁধা পড়েছেন ডিজাইনার মাসাবা গুপ্তার সঙ্গে। মনের মানুষ খুঁজে নিয়েছেন অদিতিও। বছর খানেক ধরেই অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে অদিতির প্রেমের গুঞ্জন জারি ছিল। নতুন বছরের প্রথম দিন সেই সম্পর্ককে অফিসিয়্যাল করে দিলেন নায়িকা।
সোমবার সিদ্ধার্থের সঙ্গে ছুটি কাটানোর একটি মুহূর্ত ইনস্টাগ্রামে তুলে ধরেন নায়িকা। ভালোবাসায় মাখা সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘খুশি,আর্শীবাদধন্য, কৃতজ্ঞ….নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সকলকে’।