আরজি কর কাণ্ডে শুরু থেকেই প্রতিবাদের মুখ হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ১৪ অগস্ট রাত দখলের পর ১৫ অগস্ট ফের আরজি কর হাসপাতালে যাঁরা প্রতিবাদ জানাতে গিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন শ্রীলেখা মিত্র। মুখ্যমন্ত্রীর জন্য একাধিক প্রশ্ন ছুঁড়ে দেন শ্রীলেখা। সাফ জানিয়ে দেন অনেকে ক্ষমতা এবং অর্থের কাছে বিকিয়ে গেলেও তিনি কোনও দিন বিকিয়ে যাবেন না। আর এবার আরজিকর নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের ভিডিয়ো পোস্ট সরাসরি প্রশ্ন তুললেন শ্রীলেখা মিত্র।
৭৭ তম স্বাধীনতা দিবসের দিন মুখ্যমন্ত্রীকে মৃতার বাবা-মায়ের উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছে, ‘মেয়ে কিন্তু আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা করতে চান, করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। কেন ১০ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে।’ মুখ্যমন্ত্রীর এই ভিডিয়ো পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, ‘ওঁর কণ্ঠস্বরে এত্ত স্বর্ধা! মানুষের প্রাণের মূল্য ঠিক করার উনি কে? দয়া করছেন নাকি? আপনাকে মৃতার বাবা-মা ও আমাদের কাছে জবাবদিহি করতেই হবে। এবার আপনাকে আমরা এত সহজে ছেড়ে দেব না।’ নিজের এই পোস্টের হ্যাজট্যাগ, ‘Wewantjustice #rgkarmedicalcollege’ জুড়েছেন শ্রীলেখা মিত্র।
আরও পড়ুন-‘ছিঃ ছিঃ লজ্জা’! আর জি করে ডাক্তরকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ হল নিউ ইয়র্কের রাস্তাতেও