Sanghasri Sinha Mitra: 'সহকারী পরিচালকের কাজ করতাম, আর রাতে সেলাই', ঘরে ঘরে জি বাংলায় জীবনযুদ্ধের গল্প শোনালেন সংঘশ্রী
1 মিনিটে পড়ুন Updated: 25 Jan 2024, 07:55 PM IST‘ঘরে ঘরে জি বাংলা’র নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, সংঘশ্রী বলছেন, ‘অ্যাসিসটেন্ট ডিরেক্টরের কাজ করতাম, তারপর রাতে সেলাই করতাম।’ শোয়ের প্রোমোতে সংঘশ্রীর পাশে দেখা গেল তাঁর স্বামী রোহন মিত্র ও পরিবারের অন্যান্যদের। সংঘশ্রীর লড়াইয়ের গল্প শুনতে তাঁর বাড়িতে পৌঁছেছিলেন সঞ্চালিকা অপরাজিতা আঢ্য।
ঘরে ঘরে জি বাংলায় সংঘশ্রী