১৯ মার্চ। ঠিক এক বছর আগে এই দিনে কাছের মানুষকে হারিয়েছিলেন অভিনেত্রী মানালি দে। নিজের দাদুকে হারিয়ে ছিলেন অভিনেত্রী। দাদু খুব কাছের মানুষ ছিল তাঁর। দেখতে দেখতে এক বছর পার। দাদুর স্মৃতি আজও মন খারাপ করে অভিনেত্রীর। দাদুর প্রথম মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ার পাতায় আবেগঘন পোস্ট করলেন মানালি।
এ দিন নিজের দাদুর সঙ্গে পুরনো একটি ছবি শেয়ার করেছেন মানালি। লেখেন, ‘দাদু এটা করো না,দাদু এটা খেওনা, রোজ কিছু না কিছু নিয়ে ঝগড়া আমার সঙ্গে তার সঙ্গে আমার শাসন তো রয়েছে। এক বছর হয়ে গেল এখন আর কিছুই নেই….আমার আদর ভালোবাসা রইল তোমার জন্য….ভালো থেকো দাদু’। ভালোবাসা, আদর আর শাসনে দাদুকে আগলে রাখতেন মানালি। ইন্ডাস্ট্রির সতীর্থ এবং অনুরাগীরা শোকপ্রকাশ করেছেন মানালির পোস্টের কমেন্ট বক্সে। আরও পড়ুন: ‘এত পয়সা কী করে..’, লোকের বিয়ে দেখে চিন্তায়, বড়লোক হওয়ার উপায় খুঁজছেন সুজি পিসি
কয়েক বছর আগে নিজের মাকে হারিয়েছেন মানালি। তারপরেই মায়ের নাম জুড়ে নিয়েছেন নিজের নামের সঙ্গে। বাবা, স্বামী অভিমন্যু মুখোপাধ্যায়কে নিয়ে এখন সংসার মানালির। তবে মাকে তিনি মিস করেন সবসময়। বিশেষ করে জীবনের স্পেশাল দিনগুলোতে মায়ের অভাবটা আরও বেশি করে বুঝতে পারেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন মানালি। আরও পড়ুন: পরিচালনায় মানসী, শাশ্বত-অপরাজিতা জুটি বলবেন ‘এটা আমাদের গল্প’, প্রকাশ্যে টিজার